ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্লাব বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

ক্লাব বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

লা লিগায় হোঁচটের পর হোঁচট। শিরোপা ধরে রাখার লড়াইয়ে আপাতত অনেকটাই পেছনে রিয়াল মাদ্রিদ। তবে ক্লাব বিশ্বকাপে তারা ঠিকই নিজেদের মেলে ধরল স্বরূপে। রেকর্ড আরো সমৃদ্ধ করে জিতে নিল আরেকটি ট্রফি। এই শিরোপা মৌসুমের বাকি সময় দলকে প্রেরণা জোগাবে, বিশ্বাস কোচ কার্লো আনচেলত্তির। গত শনিবার রাতে মরক্কোর রাবাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় রিয়াল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে দুটি করে গোল করেন ভিনিসিউস জুনিয়র ও ফেদে ভালভেরদে, একটি করেন করিম বেনজেমা। ক্লাব বিশ্বকাপে রিয়ালের পঞ্চম শিরোপা এটি। নিজেদের রেকর্ডই এক ধাপ বাড়িয়ে নিল তারা। দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের বিজয়ী তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। ইউরোপিয়ান ও লাতিন চ্যাম্পিয়নদের নিয়ে আগে যে ইন্টারকন্টিনেন্টাল কাপ হতো, যেটি ক্লাব বিশ্বকাপেরই মর্যাদা পেত, সেটিসহ বিচেনায় নিলে রিয়ালের এটি অষ্টম শিরোপা। দুটি মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ চারবার করে জিতেছে বায়ার্ন মিউনিখ ও এসি মিলান।

২০১৪ সালে প্রথম শিরোপা জেতে রিয়াল। ২০১৮ সালে হ্যাটট্রিক করার পথে গড়ে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। ছাড়িয়ে যায় ক্লাব বিশ্বকাপে বার্সেলোনার তিন ট্রফির কীর্তি। তৃতীয়বারের মতো কোচ হিসেবে এই শিরোপা জিতলেন কার্লো আনচেলত্তি। স্পর্শ করলেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে। তবে রিয়াল কোচ উচ্ছ্বসিত দলের সাফল্যে, ‘দারুণ খেলে অষ্টমবারের মতো রিয়াল মাদ্রিদ বিশ্ব চ্যাম্পিয়ন, বিশেষ করে আক্রমণভাগে ছিলাম দুর্দান্ত। ভিনিসিউস, বেনজেমা, ভালভেরদেৃ সবাই খুব ভালো করছে। তাদের স্কিল ও মান দেখাতে পেরেছে তারা। সব মিলিয়ে দারুণ ছিল, এবং ট্রফি নিয়ে ঘরে ফিরছি আমরা। আমাদের পারফর্ম্যান্সে উন্নতি হচ্ছে। রক্ষণে কিছু ভুল ছিল, যা এড়ানো যেত। তবে আক্রমণে দুর্দান্ত ছিলাম। চোট কাটিয়ে ফুটবলাররা ফিরতে শুরু করেছে, বেনজেমা ফিরেছে, মিলিতাও এখানে আছে, অন্যরাও সেরে উঠছে। মৌসুমের বাকি সব কিছুর জন্য আমাদের প্রেরণা হতে পারে এই শিরোপা। সামনের সময়টা নিয়ে আমরা আত্মবিশ্বাসী। আশা করি, সব টুর্নামেন্টের শেষ পর্যন্ত আমরা লড়ে যাব।’ আক্রমণ ও বল দখলে আধিপত্য করা রিয়াল মাদ্রিদ সামর্থ্য দেখাল ফিনিশিংয়েও। ভিনিসিউস জুনিয়র, ফেদে ভালভেরদে, করিম বেনজেমারা মেলে ধরলেন নিজেদের। পাল্টা আক্রমণে ভীতি ছড়াল আল হিলাল। তাতে বেশ রোমাঞ্চ ছড়াল ক্লাব বিশ্বকাপের ফাইনাল। তবে শেষ দিকে ভালোভাবেই রক্ষণ সামাল দিয়ে শিরোপা জিতে নিল কার্লো আনচেলত্তির দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত