ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে দল পেলেন না জাহানারা-সালমা-স্বর্ণা

ভারতে দল পেলেন না জাহানারা-সালমা-স্বর্ণা

নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের ৯ ক্রিকেটার, কিন্তু কেউই দল পাননি। প্রথমবারের মতো অনুষ্ঠেয় ভারতের উইমেন’স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দল পাননি বাংলাদেশের কেউ। চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৯ ক্রিকেটারের নাম থাকলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে গত সোমবার হয়েছে ডব্লিউপিএলের নিলাম। পাঁচ দলে মোট ৮৭ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এর মধ্যে বিদেশি আছেন ৩০ জন। নিলামে বিদেশি ক্যাটাগরিতে নাম উঠেছে বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক সালমা খাতুন ও জাহানারা আলমের। এছাড়া উদীয়মান ক্যাটাগরিতে স্বর্ণা আক্তারের নাম ওঠে। এর বাইরে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি ও রিতু মনির নামও ছিল তালিকায়। কিন্তু দলগুলোর আগ্রহ না থাকায় তাদের নাম তোলাই হয়নি। সবচেয়ে বেশি ৩ কোটি ৪০ লাখ ভারতীয় রুপিতে বিক্রি হয়েছেন স্মৃতি মান্ধানা। ভারতের সহ-অধিনায়ককে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অধিনায়ক হারমানপ্রিত কাউরকে ১ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৩ কোটি ২০ লাখ রুপি পেয়েছেন অ্যাশলে গার্ডনার ও ন্যাট সিভার। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গার্ডনারকে দলে নিয়েছে গুজরাট জায়ান্টস। ইংলিশ তারকা গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এছাড়া অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার বেথ মুনিকে ২ কোটি রুপিতে কিনেছে গুজরাট। ইউপি ওয়ারিয়র্জ ১ কোটি ৮০ লাখ রুপিতে দলে নিয়েছে ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার সোফি এক্লেস্টোনকে। নিলামে সুযোগ পাওয়া বিদেশিদের মধ্যে আইসিসি সহযোগী সদস্য দেশ থেকে আছেন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের টারা নরিস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত