ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২০২৬ বিশ্বকাপে খেলার ইঙ্গিত নেইমারের

২০২৬ বিশ্বকাপে খেলার ইঙ্গিত নেইমারের

লিওনেল মেসিকে অনুপ্রেরণা মেনে এগিয়ে যেতে চান ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে পড়ার পর ভীষণ ভেঙে পড়েছিলেন নেইমার। আন্তর্জাতিক ফুটবলে খেলা চালিয়ে যাওয়া নিয়ে ছিলেন সন্দিহান। সময়ের সঙ্গে সেই ক্ষতে প্রলেপ পড়েছে। ব্রাজিলিয়ান এই তারকা ইঙ্গিত দিলেন ২০২৬ বিশ্বকাপেও খেলার। ‘হেক্সা’ শিরোপা জেতার স্বপ্ন নিয়ে কাতারে যায় ব্রাজিল। টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দলগুলোর একটি ছিল রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২০২২ আসরটি শুরু করে তারা প্রত্যাশিত জয় দিয়ে। শেষ ষোলোয় জায়গা করে নেয় প্রথম দুই ম্যাচ জিতে। নকআউট পর্বের প্রথম ধাপে ভয়ঙ্কর সুন্দর ফুটবল উপহার দেয় ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেয় ৪-১ গোলে। এতে তাদের নিয়ে প্রত্যাশার পালে লাগে জোর হাওয়া।

কিন্তু সেই হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেনি লাতিন আমেরিকার দলটি। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে। টানা দ্বিতীয়বার ও গত পাঁচ আসরে চতুর্থবারের মতো শেষ আট থেকে বিদায় নেয় তারা। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েন সময়ের সেরা ফরোয়ার্ডের একজন নেইমার। সে সময় তার কণ্ঠে ঝরে হতাশার সুর। জাতীয় দলের হয়ে আর খেলা নিয়েও সরাসরি প্রকাশ করেন অনিশ্চয়তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত