ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আবারো হার বাংলাদেশের

আবারো হার বাংলাদেশের

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগার সুলতানার ফিফটির দিনে ৮ উইকেটে হেরেছে দল। সতীর্থের আসা-যাওয়ার মধ্যে একাই ব্যাট হাতে লড়লেন নিগার সুলতানা। অধিনায়কের দারুণ ইনিংসের পরও অন্যদের ব্যর্থতায় সংগ্রহটা বড় হলো না। বাংলাদেশের সঙ্গী হলো আরেকটি বড় হার। উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ক্রিকেটীয় শক্তি-সামর্থ্য আর পারিপার্শ্বিক বাস্তবতায় দুই দলের যে ব্যবধান, সেটিই ফুটে উঠেছে মাঠে। গেবেখায় গত মঙ্গলবার এক নম্বর গ্রুপের ম্যাচে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারে কেবল ১০৭ রান। দলের অর্ধেকের বেশি রান আসে নিগারের ব্যাট থেকে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিফটির কীর্তি গড়ে ৫০ বলে ৫৭ রান করেন তিনি। যেখানে ৭টি চারের পাশে ছক্কা একটি। জবাবে মেগ ল্যানিংয়ের অপরাজিত ৪৮ রানের সুবাদে ১০ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত