ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তদন্তে সোহেলীকে ডেকেছে এসিইউ

সতীর্থকে ফিক্সিংয়ের প্রস্তাব
তদন্তে সোহেলীকে ডেকেছে এসিইউ

অস্ট্রেলিয়ায় চলমান নারী বিশ্বকাপ দলের সদস্য লতা মণ্ডলকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে ফেঁসে গেলেন জাতীয় দলে খেলা আরেক নারী ক্রিকেটার সোহেলী আক্তার। আগামী রোববার আইসিসি অ্যান্টিকরাপশন ইউনিটের (এসিইউ) মুখোমুখি হবেন তিনি। ঢাকার একটি পাঁচতারা হোটেলে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। আইসিসির এসিইউ সদস্য স্টিভ তদন্তের দায়িত্ব পেয়েছেন। সাক্ষাৎকারে একজন আইনজীবী বা বন্ধুকে সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। সোহেলী একজন আইনজীবীকে সঙ্গে নেয়ার চেষ্টা করছেন। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচের আগের দিন (সোমবার) ভয়েস রেকর্ডের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় থাকা লতা মণ্ডলকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়। পাল্টা ভয়েস রেকর্ডের মাধ্যমে লতা বান্ধবী ও জাতীয় দল সতীর্থ সোহেলীকে এ ধরনের প্রস্তাব না দেয়ার অনুরোধ জানান। পরে দলের কোচ দিপু রায় চৌধুরী ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে জানান লতা। বিসিবি গতকাল জানায়, টিম ম্যানেজমেন্ট থেকে বিশ্বকাপে দায়িত্বরত এসিইউকে সঙ্গে সঙ্গে অবহিত করার পাশাপাশি সোহেলী ও লতার কথোপকথন হস্তান্তর করেছে। তাৎক্ষণিকভাবে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেলকে অবহিত করা হয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এ ধরনের ঘটনা ঘটলে আইসিসির যে প্রটোকল রয়েছে, সেটা অনুসরণ করতে হয় এবং বাংলাদেশ দল থেকেও তাই করেছে। এর গভীরতা ও মেরিট যাচাই করে বাকি পদক্ষেপ আইসিসি নেবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত