ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১৮ বছর পর চ্যাম্পিয়ন বিজিবি

১৮ বছর পর চ্যাম্পিয়ন বিজিবি

১৯৮৮ সালে শুরু হওয়া ছেলেদের ফেডারেশন কাপ হ্যান্ডবলে বর্ডার গার্ড বাংলাদেশ (পূর্ব নাম বাংলাদেশ রাইফেলস) সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৫ সালে। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গতকাল ফাইনালে ৩৫-২৯ গোলে আনসারকে হারিয়ে দেড় যুগ পর ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে দলটি। অবশ্য ১৮ বছরে টুনামেন্টই হয়েছে একবার, ২০২০ সালে, আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পুলিশ। আসর সেরা হয়েছেন বিজিবির তারিকুর রহমান। বিজয়ীদের পুরস্কৃত করেন পুষ্ঠপোষক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, ফেডারেশনের সহ-সভাপতি গোলাম হাবিব, সহকারী সাধারণ সম্পাদক খালেকুজ্জামান স্বপন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত