স্বর্ণজয়ী ইমরানুরকে সেনাবাহিনীর সংবর্ধনা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ইমরানুর রহমানের দক্ষতায় অ্যাথলেটিকসে এশিয়ান পর্যায়ে প্রথমবারের মতো পদক জিতেছে বাংলাদেশ, সেটি আবার স্বর্ণপদক। কাজাকিস্থানে ১০ম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী সেনাবাহিনীর এই অ্যাথলেট বুধবার রাতে ঢাকা এসেছেন। দেশের দ্রুততম মানব এই সৈনিককে গতকাল কাছে পেয়ে ফুল দিয়ে বরণ করে নিয়েছে তার কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা। ২৬ ফেব্রুয়ারি বনানী বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় জাতীয় যুব গেমসের চুড়ান্ত পর্ব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হবে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি থেকে মশালযাত্রার মধ্য দিয়ে। সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে গেমসের মূল মশাল প্রজ্জ্বলন করবেন দেশের দ্রুততম মানব ইমরানুর। তার সঙ্গে থাকবেন সর্বশেষ এসএ গেমসে স্বর্ণজয়ী কারাতেকা মারজান আক্তার প্রিয়া।