সাত গোলের ম্যাচে হার মোহামেডানের

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

২০২২-২৩ প্রিমিয়ার লিগের শুরু জয় দিয়ে। পরের ৬ ম্যাচ ড্র আর হারের চক্করে ঘুরপাক খাওয়া। অষ্টম ম্যাচে এসে লিগে দ্বিতীয় জয়ের স্বাদ পায় মোহামেডান। সে রেশ তারা টেনে নেওয়ার ইঙ্গিত দিল বটে, কিন্তু ‘পুঁচকে’ ফর্টিস এফসির উজ্জীবিত ফুটবলে শেষ পর্যন্ত হলো ধরাশায়ী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪-৩ ব্যবধানে হেরেছে মোহামেডান। প্রথমার্ধে গোলের দেখা মেলে মাত্র একবার, দ্বিতীয়ার্ধে বাকি ছয়টি। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে মোহামেডান। ১১ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে ফর্টিস। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-১ ড্রয়ে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এমপিয়া এমপুকুর গোলে এগিয়ে গিয়েছিল শেখ রাসেল। ৪৪ মিনিটে সমতা ফেরান শোখরুখবেক খোলমাতোভ। মুন্সীগঞ্জের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। চলতি লিগে প্রথম জয়ের স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনী ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে আছে দশম স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এক ধাপ এগিয়ে মুক্তিযোদ্ধা। ১৪ পয়েন্ট নিয়ে শেখ রাসেল তৃতীয় ও তাদের রুখে দেয়া রহমতগঞ্জ (৯) আছে আটে।

কুমিল্লায় শুরুতে দুই দলই লড়ছিল সমানে-সমান। ২১ মিনিটে ম্যাচের দৃশ্যপটে আসে বদল। বক্সের বাইরে ডান দিকে ফাউলের শিকার হন মিনহাজেদুল আবেদিন বাল্লু। ফ্রি কিকও নেন তিনি। মোহামেডানের এই ডিফেন্ডারের নিখুঁত শট লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে সরাসরি খুঁজে নেয় জাল। দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের ভেতর থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন সুলেমানে দিয়াবাতে। উজ্জ্বল হয় মোহামেডানের জয়ের আশা। ৫৬ মিনিটে বক্সের জটলার ভেতর থেকে ফর্টিসকে সুযোগসন্ধানী শটে ম্যাচে ফেরান বোরহান উদ্দিন। বদলে যায় ফর্টিসের শরীরী ভাষা। ৬৪ মিনিটে লম্বা থ্রো-ইন ক্লিয়ার করতে পারেননি মোহামেডানের ডিফেন্ডাররা। ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আগে দূরের পোস্টে থাকা সবুজ হোসেনের টোকায় বল পেয়ে যান মজিবুর রহমান জনি। ডান পায়ের আলতো ভলিতে সমতা ফেরান তিনি। ৭০ মিনিটে আমিরউদ্দিন শরিফির গোলে পিছিয়ে পড়ে মোহামেডান। যদিও সাত মিনিট পর আরিফ হোসেনের গোলে সমতার স্বস্তি ফেরে দলটিতে, কিন্তু তার স্থায়িত্ব ছিল মাত্র দুই মিনিট, ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো কুইপ্পা হেডে ফের এগিয়ে যায় ফর্টিস। এই গোলটি আগলে রেখে ৫ ম্যাচ পর লিগে ফের জয়ের আনন্দে ভাসে তারা। মোহামেডান পায় ফের হারের তেতো স্বাদ।

মোহামেডান ২ : ৩ ফর্টিস এফসি

শেখ রাসেল ১ : ১ রহমতগঞ্জ

চট্টগ্রাম আবাহনী ২ : ০ মুক্তিযোদ্ধা