লায়ন তোপে অজিদের লিড

ভারত-অস্টেলিয়া দিল্লি টেস্ট

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

স্পিন সহায়ক উইকেটে বল হাতে আলো ছড়ালেন ন্যাথান লায়ন। অস্ট্রেলিয়ার এই অফ স্পিনারের দারুণ বোলিংয়ে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল ভারত। অষ্টম উইকেটে শতরানের জুটিতে দলকে খাদের কিনারা থেকে টেনে তুললেন আকসার প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। দিল্লি টেস্টের দ্বিতীয় দিন গতকাল ৪ উইকেটে ৬৬ ও ৭ উইকেটে ১৩৯ রানের নড়বড়ে অবস্থান থেকে ভারত অল আউট হয়েছে ২৬২ রানে। ১ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ট্রাভিস হেডের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ১ উইকেটে ৬১ রান তুলে। সফরকারীরা এগিয়ে আছে ৬২ রানে। ষষ্ঠ ওভারে উসমান খাজা (৬) জাদেজার শিকার হলে মনে হচ্ছিল স্পিনারদের দাপট চলবে। কিন্তু ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেন আগ্রাসী ব্যাটিংয়ে দিন শেষ করেন। ১২ ওভারে তাদের স্কোর ১ উইকেটে ৬১ রান। ৩৯ রানে অপরাজিত ছিলেন হেড, ১৬ রানে খেলছিলেন লাবুশেন।

সিরিজের প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জেতা ভারত দ্বিতীয় দিন শুরু করে বিনা উইকেটে ২১ রান নিয়ে। নিজের দুই ওভারে ১০ বলের মধ্যে রাহুল, রোহিত ও চেতেশ্বর পুজারার উইকেট নিয়ে ভারতের ওপর চড়াও হন লায়ন। ৫৪ রানে ৩ উইকেট নেই তাদের। বিরাট কোহলির সঙ্গে শ্রেয়াস আইয়ারও সুবিধা করতে পারেননি। কুনেমান তার প্রথম টেস্ট উইকেট নেন কোহলিকে (৪৪) হাফ সেঞ্চুরি বঞ্চিত করে। ১৩৯ রানে ৭ উইকেট নেই ভারতের। অশ্বিন ও অক্ষর প্যাটেল হাল দরেন। শতাধিক রানের জুটিতে তারা লিড নেওয়ার আভাস দেন। কিন্তু ১১৪ রানের জুটি ভেঙে দিয়ে হতাশ করেন প্যাট কামিন্স। মোহাম্মদ শামিকে বোল্ড করে কুনেমান এক রানের লিড এনে দেন অজিদের। ২৬২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ভারতের প্রথম সাত উইকেটের মধ্যেই পাঁচটি নেন লায়ন। শেষ পর্যন্ত আর কোনো শিকার তিনি ধরতে পারেননি। অষ্টম উইকেটে আকসার (৭৪) ও অশ্বিন (৩৭) উপহার দেন ১১৪ রানের জুটি।