লিভারপুলের জয়

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

সাড়ে পাঁচ মাস আগে ইয়ুর্গেন ক্লপের দলের বিপক্ষে হেরেছিল নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার পর মূল গোলরক্ষককেও হারাল নিউক্যাসল ইউনাইটেড। একজন কম নিয়েও দারুণ লড়াই করল তারা। তবে ওই ব্যবধান আর ঘোচাতে পারল না তারা। টানা দ্বিতীয় জয়ে চেনা ছন্দে ফেরার আভাস দিল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। দারউইন নুনেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়িয়েছেন কোডি হাকপো। পরপর দুই ম্যাচে জাল অক্ষত রেখে জিতল লিভারপুল। আগের ম্যাচে এভারটনকেও তারা হারিয়েছিল একই ব্যবধানে। সাড়ে পাঁচ মাসের বেশি সময় এবং টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর লিগে হারের তেতো স্বাদ পেল নিউক্যাসল। আসরে কেবল দ্বিতীয় ম্যাচে হারল তারা; প্রথমবার হেরেছিল সেই গত ৩১ অগাস্ট, এই লিভারপুলের বিপক্ষেই। মৌসুমের শুরু থেকে কক্ষচ্যূত লিভারপুল নিউক্যাসলের আঙিনায় চতুর্থ মিনিটেই গোল খেতে পারত। তবে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরনের ওয়ান-অন-ওয়ানে নেওয়া শট ঠিক সময়ে এগিয়ে গিয়ে রুখে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন। দশম মিনিটে উল্লেখযোগ্য প্রথম সুযোগেই লিভারপুলকে এগিয়ে নেন নুনেস। ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের দারুণ ক্রসে উরুগুয়ের এই ফরোয়ার্ড পা ও বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন। প্রিমিয়ার লিগে নভেম্বরের পর প্রথম গোল করলেন তিনি। টানা চার ম্যাচে জয়শূন্য (তিন হার ও একট্রি ড্র) থাকার পর গত রাউন্ডে এভারটনের বিপক্ষে স্বস্তির জয় পায় লিভারপুল। এবার এখানে এগিয়ে গিয়ে যেন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে তারা।