বিস্মৃত ১০১ ক্রীড়াবিদের বৃত্তান্ত

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ক্রীড়ালেখক ও গবেষক দুলাল মাহমুদ খান; বাংলাদেশের ক্রীড়া, ক্রীড়াঙ্গন ও ক্রীড়াবিদদের নিয়ে সত্তর-আশির দশক থেকে চর্চা করে যাচ্ছেন। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে বিশ বছর পরিশ্রম করে প্রকাশ করেছেন গবেষণাধর্মী বই স্বাধীন বাংলা ফুটবল দল। এই ক্রীড়ালেখক ও গবেষকের ‘বিস্মৃত ১০১ ক্রীড়াবিদের বৃত্তান্ত’ গ্রন্থ প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন। এটি তার ক্রীড়া বিষয়ক ১৪তম গ্রন্থ। এই গ্রন্থে ব্রিটিশ ও পাকিস্তান আমলে সেরা পূর্ব পাকিস্তানের ১০১ জন ক্রীড়াবিদকে নিয়ে আলোকপাত করা হয়েছে। এর আগে বিশ্বসাহিত্য ভবন থেকে দুলাল মাহমুদের ‘ফুটবলে দেখি পৃথিবীর মুখ’; ‘ঢাকার ফুটবলের গৌরবময় সেই দিন’; ‘খেলোয়াড়রা যখন রণাঙ্গনে’; ‘খেলার মাঠে মুক্তিযুদ্ধ’; ‘ক্রীড়াবিদদের স্মৃতিপটে বঙ্গবন্ধু’; ‘২৫ জুলাই ১৯৭১’; ‘স্বাধীনতার ৫০ বছরে খেলার ৫০’ গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়া বাংলা একাডেমি থেকে ‘বাংলার ফুটবল জাদুকর’, জোনাকী প্রকাশনী থেকে ‘পাকিস্তান জাতীয় দলে বাঙালি খেলোয়াড়’; ‘স্মৃতির অন্তরালে কৃতী ক্রীড়াবিদরা’, পারিজাত প্রকাশনী থেকে ‘আমাদের ফুটবলাররা’, অক্ষরবৃত্ত থেকে ‘স্টেডিয়ামের সেই আড্ডাটা আজ আর নেই’, আবাহন থেকে ‘আছি ক্রিকেটে আছি ফুটবলেও’ প্রকাশিত হয়েছে।