মেয়েদের জাতীয় হ্যান্ডবলে ৩৪এ আনসারের ২২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

১৯৮৩ সালে শুরু হওয়া মেয়েদের জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ গত চল্লিশ বছরে সব মিলিয়ে ৩৪বার। এর মধ্যে ২২টি সোনালী ট্রফিই জিতেছে বাংলাদেশ আনসার। গতকাল যশোর শামস্ উল হুদা স্টেডিয়ামে আরেকটি ফাইনালে পঞ্চগড়কে ৩০-১৯ গোলে হারিয়ে ২২তম ট্রফিটি ঘরে তুলেছে আনসারের মেয়েরা। এটি তাদের টানা ষষ্ঠ শিরোপা। এর আগে টানা দশবারও চ্যাম্পিয়ন হয়েছে দলটি। চ্যাম্পিয়ন দলের আলপনা আক্তার হয়েছেন আসর সেরা খেলোয়াড়। মাদারীপুরকে ২০-৫ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে পুলিশ। পরে বিজয়ীদের পুরস্কৃত করেন স্থানীয় সরকার, পল্লী ইউনিয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।