হৃদয়কে জাতীয় দলে দেখে খুশি খালেদ মাহমুদ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক ক্রিকেটেও তরুণ ব্যাটসম্যান হৃদয় ভালো করবেন বলে বিশ্বাস খালেদ মাহমুদ সুজনের। ২০২২ বিপিএলের সিলেট পর্বের ঘটনা। আউটার মাঠে স্পিন বলে ছক্কা মারার অনুশীলন করছিলেন তৌহিদ হৃদয়। কিন্তু টাইমিংয়ে গড়বড় হচ্ছিল বারবার। তা দেখে এগিয়ে যান প্রধান কোচ খালেদ মাহমুদ। নিজেই করতে শুরু করেন অফ স্পিন। তার বলেও শুরুতে মারতে পারছিলেন না হৃদয়। মাহমুদ তাতে কিছুটা বিরক্ত হলেও হৃদয়কে কাছে ডেকে বুঝিয়ে দেন সমস্যার জায়গা। এরপর বেশ কিছু ছক্কা হাঁকাতে দেখা যায় তরুণ ব্যাটসম্যানকে। বিপিএলের ওই অনুশীলন পর্ব ছোট্ট একটা উদাহরণ মাত্র। আরও আগে থেকেই বলা যায় প্রায় নিজ হাতে হৃদয়কে গড়ে তুলেছেন মাহমুদ। বয়সভিত্তিক ক্রিকেটের পর বিপিএলেও আলো ছড়ানো তরুণ ব্যাটসম্যান ক্যারিয়ারের শুরুর থেকে অভিজ্ঞ এই কোচের তত্ত্বাবধানে ছিলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হৃদয় অবশেষে জাতীয় দলে ডাক পাওয়ায় মাহমুদ এখন তৃপ্ত। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে হৃদয়কে। সদ্য সমাপ্ত বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের রানার্স-আপ হওয়ায় বড় অবদান রেখে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।