মাশরাফির ফেরার সুযোগ নেই

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলে মাশারাফি বিন মর্তুজা খেলেছেন তিন বছর আগে। নিজের অধিনায়কত্বের শেষ ম্যাচের পর তাকে আর বিবেচনা করেনি টিম ম্যানেজমেন্ট। মাশরাফি অবসর নেননি। খেলছেন মনের আনন্দে। ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে বল হাতে আলো ছড়ালেও বিবেচনায় আসেন না। তবে তার ফিটনেসও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলে খেলতেই হবে এমন ভাবনাও তার নেই। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো করলে বিবেচনায় আসবেন কি না সেটা নিয়ে বিরাট প্রশ্ন থেকেই যাচ্ছে।

দ্বিতীয় মেয়াদে নবনিযুক্ত বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রথম সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল মাশরাফিকে ফেরানো নিয়ে তার কোনো চিন্তাভাবনা আছে কি না। উত্তরে শুরুতে পাওয়া গেল রসিক হাথুরুসিংহকে। প্রশ্নের পরপরই তার উত্তর, ‘নির্বাচনের জন্য (দলে)’? উল্টো সাংবাদিককে প্রশ্ন ছুড়েছেন এভাবে, ‘তাকে নিয়ে চিন্তাভাবনাটা কি নির্বাচনের জন্য কি না?’ কিছু সময় থেমে হাথুরুসিংহের পরের উত্তরে স্পষ্ট হয়ে যায় মাশরাফির জাতীয় দলের দরজা বন্ধই হয়ে গেছে, ‘আমি মনে করি, সে আর খেলবে না।’ পেশাদার কোচ হাথুরুসিংহে জাতীয় দলে মাশরাফির আর ক্যারিয়ার দেখছেন না। প্রথম মেয়াদে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই কোচের অধীনে বাংলাদেশ সেরা সময় কাটিয়েছে। খেলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল, একদিনের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। সে সময় নেতৃত্বে ছিলেন মাশরাফি। বলা যায়, হাথুরুসিংহে-মাশরাফির জুটির যুগেই বাংলাদেশ একদিনের ক্রিকেটে ভিত গড়েছিল, পেয়েছিল নিজেদের সেরা সাফল্যের দেখা। দুই বছরের চুক্তিতে হাথুরুসিংহে তিন সংস্করণের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনই জানিয়ে দিলেন, দেশের সবচেয়ে সফল, ৫০ ওয়ানডে জয়ের অধিনায়কের দরজা বন্ধ। সামনে আর কি কঠিন সিদ্ধান্ত নেন সেটাই দেখার।