ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টেনিসকে বিদায় সানিয়ার

টেনিসকে বিদায় সানিয়ার

আগেই ঘোষণা দিয়েছিলেন দুবাই ডিউটি ফ্রি টেনিস প্রতিযোগিতাই শেষ। এরপর চিরদিনের জন্য টেনিসের র‌্যাকেটটা তুলে রাখবেন শো-কেসে। নিজের ভুবনকে বিদায় জানানোর সঙ্গে সঙ্গেই নারী আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। নতুন দায়িত্ব পালন করার আগে টেনিস জীবনের শেষ ম্যাচটি খেলে ফেললেন তিনি। আশা ছিল টুর্নামেন্টটা জয় করে গৌরবের সঙ্গে মাথা উঁচু করেই মাঠ ছাড়বেন তিনি। কিন্তু বিদায়টা মধুর হলো না সানিয়া মির্জার। দুবাই ডিউটি ফ্রি টেনিস প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই হেরে গেলেন সানিয়ারা। তার এবং ম্যাডিসন কিজের জুটি ৪-৬, ০-৬ ব্যবধানে হারল ভার্নোকিয়া কুদেরমেতোভা-লিউডমিলা সামসোনোভা জুটির কাছে। এই পরাজয়ের সঙ্গে সঙ্গেই শেষ হলো সানিয়ার দু’দশকের বর্ণময় টেনিস জীবন। ৬টি গ্র্যান্ডসøামজয়ী (দ্বৈতে) সানিয়া খেলোয়াড় জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন গত জানুয়ারিতে। অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেও মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছিলেন রোহান বোপান্নাকে নিয়ে। যদিও শেষবার শিরোপা অধরাই থেকে গেছে সাবেক চ্যাম্পিয়নের। দুবাইয়েও ভক্তদের আশা পূরণ করতে পারলেন না ভারতের সর্বকালের সেরা এই নারী টেনিস তারকা। তাদের জুটি প্রথম সেটে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেটে প্রত্যাশা মতো লড়াই করতে পারল না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত