পেশাদার বক্সিং যুগে বাংলাদেশ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

অ্যামেচারের পাশাপাশি এখন নিয়মিত পেশাদার বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দেশে। ফি মাসেই একটি টুর্নামেন্টের আয়োজন করে থাকে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি। গতকাল শুক্রবার শ্যামলী পার্ক মাঠে ১০টি ক্যাটাগরিতে প্রায় অর্ধশতাধিক বক্সারের অংশগ্রহণে ছয় লাখ টাকার প্রাইজমানির দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. সাদেক খান। এ সময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, ‘ছেলে-মেয়েদের স্বপ্নকে আমি প্রতিষ্ঠা দিতেই কাজ করছি। আপাতত তারা চুক্তিভিত্তিক খেলছে। খুব শিগগিরই তাদের বিদেশের বিভিন্ন পেশাদার বক্সিং টুর্নামেন্টে পাঠানো হবে।’ তিনি যোগ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় আমাদের এই পেশাদার বক্সিংকে আমলে নিয়েছেন। তারা অনেক সহযোগিতা করছেন। আশাকরি ভবিষ্যতে আমরা বিদেশের মাটি থেকেও দেশের জন্য গৌরব বয়ে আনতে পারব।’ ১০ ক্যাটাগরির চ্যাম্পিয়ন প্রত্যেককে ২০ হাজার টাকা করে প্রাইজমানি দেয়া হয়।