ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাটলারদের অনুশীলনে লেগস্পিনার

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ
বাটলারদের অনুশীলনে লেগস্পিনার

সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। গতকাল শনিবার সকাল থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করে ইংলিশরা। ওয়ানডে ম্যাচ দিয়ে ১ মার্চ থেকে শুরু হবে এই সিরিজ। তার আগে প্রতিদিনই অনুশীলনের কথা রয়েছে বাটলারদের। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ৩ মার্চ। দুপুর ১২টা থেকে মিরপুরে এই দুই ম্যাচ হবে। ৬ মার্চ একই সময়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ইংলিশরা অনুশীলন করলেও বাংলাদেশ দলের অনুশীলন ছিল না। গতকাল হোটেলে উঠেছেন ক্রিকেটাররা। এর আগে শুক্রবার ৮ ঘণ্টা ধরে অনুশীলন করে তামিম ইকবালের দল। ঢাকায় পৌঁছে বিশ্রাম নিয়ে পরের দিন অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে গতকাল ঘাম ঝরানো শুরু করে জস বাটলারের দল। ১০ মিনিট আগে অনুশীলনের প্রস্তুতি নিতে থাকেন ইংলিশ ক্রিকেটাররা। শুরুতে শেরে বাংলার সেন্টার উইকেট যাচাই করেন প্রধান কোচ ম্যাথু মট ও পেসার জোফরা আর্চার। তারপর গা গরম করে একাডেমি মাঠের নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু করে সফরকারী দল। পেসার আর্চার, সাকিব মাহমুদ, মার্ক উড ও রিচ টপলিদের গায়ে প্র্যাকটিস কিটের পাশাপাশি ছিল জিপিএস পারফরম্যান্স ট্র্যাকার যুক্ত বিশেষ কিট। এই কিট বিশেষ করে ফুটবলাররা অনুশীলনের সময় ব্যবহার করে থাকেন। ক্রিকেটাররাও এটি কমবেশি ব্যবহার করে থাকেন। এবার দেখা গেলো আর্চারদের গায়ে। এই কিটে একজন পেসারের মুভমেন্ট হতে শুরু করে সবকিছুই প্রযুক্তির মাধ্যমে পুঙ্খনাপুঙ্খভাবে পরখ করা যায়। কোনো ঘাটতি থাকলে সহজেই ধরা যায়। পেসাররা বেশ কিছুক্ষণ ধরে একাডেমি মাঠের নেটে বোলিংয়ে ঘাম ঝরান। একে একে বাটলার-মঈন আলীরা নেটে ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেন। বোলিং শেষে আর্চারকে ব্যাটিং করতেও দেখা গেছে।

অধিনায়ক জস বাটলারের ব্যাটিং করা হয়ে গেছে। উইকেটকিপিংয়ে ঝালিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন একাডেমিতে থাকা একজন বাংলাদেশি লেগস্পিনারকে ডেকে নিয়ে আসেন তিনি, এরপর ওই নেট বোলারকে নিয়ে চলে তার ‘বিশেষ অনুশীলন’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত