ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাদমানের সেঞ্চুরি

সাদমানের সেঞ্চুরি

গত অগাস্টে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো করতে পারেননি। তবে ডিসেম্বরে ভারত ‘এ’ দলের বিপক্ষে লড়িয়ে একটি ইনিংস খেলেন। সেবার সাদমান ৯৩ রানে অপরাজিত থেকে যান সতীর্থদের ব্যর্থতায়। অবশেষে এবার শতরানের মুখ দেখলেন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিএলের তৃতীয় রাউন্ডের এই ম্যাচে সাদমানের সেঞ্চুরি আর ফজলে মাহমুদের ফিফটিতে বিসিবি দক্ষিণাঞ্চল পায় শক্ত ভিত। তবে শেষ বিকেলে আবু হায়দার ও সৌম্য সরকারের বোলিং ঝলকে লড়াইয়ে ফেরে বিসিবি মধ্যাঞ্চল। দিন শেষে দক্ষিণাঞ্চলের রান ৭ উইকেটে ২৮১। সাড়ে ৫ ঘণ্টার বেশি উইকেটে কাটিয়ে ১৩০ রানের ইনিংস খেলে সাদমান আউট হন শেষ বেলায়। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার একাদশ সেঞ্চুরি। তবে তিন অঙ্কের দেখা পেলেন তিনি প্রায় দেড় বছর পর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত