এবার এগিয়ে মেসি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ফ্রান্সের প্যারিসের সাল পায়েল অডিটরিয়ামে আজ রাত ২টায় হতে যাচ্ছে বর্ষসেরাদের আসর, ‘ফিফা দ্য বেস্ট’। ২০২২ সালের বর্ষসেরা খেলোয়াড়, কোচ, গোলের পাশাপাশি পুরস্কৃত হবেন ভক্তরাও। ফিফা প্লাস ও ফিফার ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেখা যাবে এই অনুষ্ঠান। ২০২২ সালের বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার, অনুষ্ঠানে প্রধান দুই পুরস্কার পাচ্ছেন তারাই। তবে এর বাইরেও বেশ কিছু পদক দেয়া হবে নিয়ম অনুযায়ী।

আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেয়া মেসিকেই এবারের পুরস্কারের জন্য ফেবারিট মানা হচ্ছে। তবে কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এমবাপ্পেও অনেকটাই এগিয়ে রয়েছেন। করিম বেনজেমা বিশ্বকাপে ইনজুরিতে না পড়লেও তিনিও পুরস্কার পাওয়ার দৌড়ে অন্য দুজনের কাতারে থাকতেন বলে অনেকের ধারণা।

গত ২ বছর ফিফা বর্ষসেরার এই পুরস্কার জেতেন পোলিশ তারকা রবার্ট লেওয়ান্ডোভস্কি। দুবারই মেসি সেরা তিনজনের মধ্যে ছিলেন। গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেয়ায় এবার এই পুরস্কার উঠতে পারে তার হাতে। সেরা খেলোয়াড় বাছাই করা হয় ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও একজন করে ক্রীড়া সাংবাদিকের ভোটে। অনলাইনে সমর্থকরাও তাদের প্রিয় তারকাকে ভোট দিতে পারেন।

১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান এমবাপ্পে। তার কৃতিত্বেই ফ্রান্স অতিরিক্ত সময়ে খেলা নিয়ে যেতে সক্ষম হয়। অতিরিক্ত সময় শেষেও ম্যাচ ৩-৩ গোলে অমীমাংসিত থাকলে টাইব্রেকার অনুষ্ঠিত হয়। এবার আর ফ্রান্স পেরে উঠেনি। ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে মেসির আর্জেন্টিনা।