মনন ও নুসরাতের স্বর্ণ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

মশাল প্রজ্বলনের মধ্যদিয়ে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত রাতে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন হয়েছে; যেখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মাঠের খেলা শুরু হয়েছে গত শনিবার। এরই মধ্যে দুটি স্বর্ণপদকও নিস্পত্তি হয়ে গেছে। চূড়ান্ত পর্বের ব্লিডজ দাবায় তরুণদের প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ও তরুণী বিভাগে চট্টগ্রাম বিভাগের নুসরাত জাহান আলো স্বর্ণপদক জিতেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে ঢাকা বিভাগের নীড় ৭ খেলায় সাড়ে ৬ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জয় করেন। ৬ পয়েন্ট নিয়ে রাজশাহী বিভাগের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রৌপ্য ও চট্টগ্রাম বিভাগের মোহাম্মদ শাকের উল্লাহ ব্রোঞ্জ পদক লাভ করেন। তরুণী বিভাগে নুসরাত ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে প্রথম হয়ে স্বর্ণ পদক পান। ৫ পয়েন্ট নিয়ে ইভেন্টে রৌপ্যপদক পেয়েছেন একই বিভাগের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। রাজশাহী বিভাগে মাইশা মাহজাবিন তিশা ব্রোঞ্জপদক লাভ করেন।