ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডিআরএস সমস্যা কেটে গেল

ডিআরএস সমস্যা কেটে গেল

বিপিএলের লিগ পর্বে ডিআরএস না থাকায় ব্যাপক সমালোচনা হয়েছিল। পরে বিসিবি ‘এডিআরএস’ নামের এক বিতর্কিত রিভিউ সিস্টেম চালু করে। সেটা নিয়েও সমালোচনা-হাস্যরস কম হয়নি। এবার জানা গেল, ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের ঘরের মাঠের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএলে ডিআরএস থাকবে। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান ইংল্যান্ড সিরিজে ডিআরএস থাকছে। ঘরোয়া লিগেও থাকবে ডিআরএস। নিজামউদ্দিনের ভাষায়, ‘আমরা লং টার্মে যাচ্ছি। সরাসরি যারা ডিআরএস দিয়ে থাকে, তাদের সঙ্গে লং টার্ম চুক্তি করেছি, ২০২৭ পর্যন্ত। বাংলাদেশে যে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট (বিপিএল) হবে, সেখানে এখন থেকে সব সময় ডিআরএস থাকবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত