ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিসিএলে জহুরুল-অমিতের সেঞ্চুরি

বিসিএলে জহুরুল-অমিতের সেঞ্চুরি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল ইসলামকে দারুণ সঙ্গ দিয়ে আগের দিন দিন ফিফটি তুলে নিয়েছিলেন পূর্বাঞ্চলের জহুরুল ইসলাম। তৃতীয় দিনে তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি। এছাড়া সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণাঞ্চলের অমিত হাসানও। তাতে দারুণ অবস্থানে রয়েছে তাদের দল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে উত্তরাঞ্চলের চেয়ে ১১৩ রানে পিছিয়ে আছে পূর্বাঞ্চল। আর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মধ্যাঞ্চলের চেয়ে ২৭৬ রানে এগিয়ে আছে দক্ষিণাঞ্চল।

২ উইকেটে ২১৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে পূর্বাঞ্চলের দুই অপরাজিত ব্যাটার মুমিনুল হক (১৩৪) ও জহুরুল দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করতে থাকেন। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৯৪ রান যোগ করার পর নাসির হোসেন ভাঙেন তাদের জুটি। সালাহউদ্দিন শাকিলের বলে আউট হওয়ার আগে জহুরুল খেলেন ১০৩ রানের ইনিংস। ৬৮ রান করেন সাহাদাত, শেষ পর্যন্ত ৪০৩ রানে অলআউট হয় দলটি। উত্তরাঞ্চলের পক্ষে ৫৫ রানের খরচায় ৩টি উইকেট পান শাকিল। সানজামুল ইসলাম ও আমিনুল ইসলাম ২টি করে শিকার করেন। প্রথম ইনিংসে ২৫ রানে পিছিয়ে থাকা উত্তরাঞ্চল নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৩৮ রান তুলে দিন শেষ করেছে। দুই ওপেনার তৌফিক খান ৩৯ ও তানজিব হাসান সাকিব ৩৩ রান করেন। অন্য ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চলের শুরুটা ভালো হয়নি, ২৮ রানেই হারায় ৩ উইকেট। এরপর অধিনায়ক ফজলে মাহমুদকে নিয়ে হাল ধরেন আমিনুল হক অমিত, গড়েন ১৯২ রানের জুটি। সেঞ্চুরি তুলে নেওয়া অমিত ১১২ রান করে অপরাজিত রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত