ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১০ রানে অলআউট!

১০ রানে অলআউট!

একটি দল কুড়ি ওভারের ক্রিকেটে মাত্র ১০ রানে গুটিয়ে বিশ্ব রেকর্ডে নাম উঠিয়েছে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝামাঝি অবস্থিরত দ্বীপদেশ আইল অব ম্যান আন্তর্জাতিক ক্রিকেটে পড়েছে এই বিব্রতকর পরিস্থিতিতে।

ইউরোপেরই দল স্পেনের বিপক্ষে গতকাল সোমবার মাত্র ১০ রান অলআউট হয়ে যায় আইল অব ম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার ঘটনা। তারা অস্বস্তি থেকে রক্ষা করেছে তুরস্ককে। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে স্রেফ ২১ রানে অলআউট হয়েছিল তুরস্ক। এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বনিম্ন ইনিংস ছিল এটিই। রেকর্ড হয়েছে স্বীকৃত টি-টোয়েন্টিতেও। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে বিব্রতকর রেকর্ডটা ক’দিন আগেই করেছিল সিডনি থান্ডার্স। বিগ ব্যাশের গত মৌসুমে অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে ১৫ রানে গুটিয়ে গিয়েছিল তারা। আইল অব ম্যানের নাম এবার সেখানেও উঠল চূড়ায়। টসে হেরে ব্যাট করতে নামা আইল অব ম্যান মোহাম্মদ কামরান (৪/৪), আতিফ মাহমুদ (৪/৬) ও লর্নি বার্নসের (২/০) তোপে ৮.৪ ওভারে খেলে ১০ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৪ রান করেন জোফেস বুরস। ১০ রানের লক্ষ্য পেরুতে ২ বল খেলতে হয়েছে স্পেনকে। একটি নো বলে আসে ১ রান। বাকি দুই বলে ছক্কা মেরে খেলা শেষ করেন আওয়াইস আহমেদ। সবচেয়ে কম বলে খেলা শেষ হওয়ার ঘটনা এটিই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত