কোড়ালিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শওকত আলী, চাঁদপুর

চাঁদপুর পৌরসভা পরিচালিত কোড়ালিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি পৌরসভার প্যানেল মেয়র অ্যাডভোকেট হেলাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. হারুন অর রশিদ পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর খালেদা আক্তার, শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, দাতা সদস্য রিয়াজ মোরশেদ পাটওয়ারী প্রমুখ। বিকালে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। তিনি বক্তব্যে বলেন, শিশুরা কাদামাটির মতো, তাদের যেভাবে গড়ে তুলবে, তেমনভাবেই বেড়ে উঠবে। শিশুদের শিক্ষা দিতে হবে তারা যেন, অন্যের ক্ষতি না করে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে শিক্ষা অর্জন করবে, কিন্তু ভালো মানুষ হওয়ার শিক্ষা মাকেই দিতে হবে। চাঁদপুর পৌরসভা পরিচালিত শহরের সাতটি বিদ্যালয় পরিচালিত হচ্ছে। এই সাতটি বিদ্যালয় পরিচালনা করতে প্রতি বছর প্রায় কোটি টাকা ভতুর্কি দিচ্ছে পৌরসভা।