সম্পর্ক বাড়াতে বাফুফেতে সান্তিয়াগো

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের আবেগ দেখে ৪৫ বছর পর আবার দূতাবাস খুলেছে লাতিন দেশটি। দূতাবাস উদ্বোধন ও দুই দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ‘সম্পর্ক জোরদারে’ দুই দিনের বাংলাদেশ সফরে এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো। বাফুফে ভবনে আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীর আগমন নিয়ে গণমাধ্যম কর্মীদের আগ্রহ ছিল দেশটির ফুটবল দলের বাংলাদেশে আসার সম্ভাবনা নিয়ে জানা। কিন্তু সে বিষয়ে কিছু বললেন না কাফিয়েরো। তবে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বললেন, মেসি-মার্তিনেসদের বাংলাদেশ সফর সময়ের ব্যাপার।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দশটির বিখ্যাত ক্লাব রিভার প্লেটের প্রতিনিধিরা ঢাকায় এসেছেন। এদেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর সঙ্গে বসেছেন, ইঙ্গিত দিয়েছেন একাডেমি করার। তাদের সঙ্গে নিয়ে মঙ্গলবার বাফুফে ভবনে সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। বাফুফে ভবনের টার্ফে মেয়েদের লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলা প্রীতি ম্যাচ উপভোগ করেন কাফিয়েরো। পরে সংক্ষিপ্ত বক্তব্যে কাফিয়েরো জানালেন, তার এই আগমন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পদক্ষেপ, ‘বাংলাদেশে আমি স্বাচ্ছন্দ্য অনুভব করি। আমি মনে করি, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পদক্ষেপ এটি।’

বাংলাদেশে আর্জেন্টিনার ক্লাবগুলোর একাডেমি করা, কোচ ও উঠতি খেলোয়াড়দের ট্রেনিং এসব বিষয়ের আলোচনা ‘প্রাথমিক’ পর্যায়ে আছে বলে জানান কাজী সালাহউদ্দিন, ‘একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এবং রিভার প্লেটসহ কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা আমাদের কয়েকটি ক্লাব পরিদর্শন করেছে, আলোচনা করেছে, কী কী সাপোর্ট হতে পারে এবং তারা কী ধরনের সুবিধা দিতে পারে, এগুলো। সবকিছু খুবই প্রাথমিক পর্যায়ে আছে এবং তারা এগুলো নিয়ে কাজ করছে।’ এরপর গণমাধ্যমকে সালাম মুর্শেদী পারস্পরিক সম্পর্ক জোরদারে দুই পক্ষের মধ্যে নবায়নযোগ্য চার বছরের চুক্তির বিষয়টি উল্লেখ করে বলেন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ঢাকায় আসার বিষয় নিয়ে, ‘এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। তাছাড়া আমাদের সময়েরও ব্যাপার। সব মিলিয়ে তাদের মৌসুম, আমাদের মৌসুম সবকিছু দেখে যেহেতু দূতাবাস উদ্বোধন হয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তারা ফুটবল ফেডারেশনে এসেছেন। আমি মনে করি, আমরা খুবই কাছাকাছি আছি (আর্জেন্টিনার ঢাকা আগমন), ওই জায়গাতে যাওয়া আমাদের খুব বেশি সময় লাগবে না।

এটা সময়ের ব্যাপার। অবশ্যই ওরা আসবে। ২০১১ সালে ওরা এসেছিল। এখন তো কূটনৈতিক সম্পর্কের দরজা খুলল, আমি মনে করি, (আর্জেন্টিনা দলের আসা) সময়ের ব্যাপার।’