ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রিভার প্লেট কর্তার চোখ বসুন্ধরায়

রিভার প্লেট কর্তার চোখ বসুন্ধরায়

দু’দিনের বাংলাদেশ সফরে ঢাকার কয়েকটি ক্লাব ঘুরে তাদের চোখ আটকে গেছে বসুন্ধরা কিংসে। আলোকবর্ষ পিছিয়ে থাকা বাংলাদেশ ফুটবলের কোনো এক ক্লাবের সুন্দর স্টেডিয়াম ও কমপ্লেক্স দেখে সেবাস্তিয়ান পেরেজ বিস্মিত, ‘এই ক্লাবের ফুটবলের এত আয়োজন দেখে আমি বিস্মিত। অবকাঠামো চমৎকার, আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাবগুলোতেই শুধু এমন ব্যবস্থা আছে। বাংলাদেশে এমন কিছু দেখার প্রত্যাশা করিনি।’ খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর হলো রিভার প্লেট ফুটবল স্কুল বা একাডেমি। দেশে ও দেশের বাইরে আছে তাদের ২৫টি ফুটবল স্কুল। এই বিভাগের প্রধান সেবাস্তিয়ান পেরেজ বসুন্ধরা কিংস অ্যারেনা দেখে রিভার প্লেটের তুলনা করে সেবাস্তিয়ান বলেছেন, ‘রিভার প্লেটের হোম ভেন্যুর মতো বড় না হলেও কিংসের স্টেডিয়ামকে আমাদের শীর্ষ পর্যায়ের অন্যান্য ক্লাবের সঙ্গে তুলনা করলে দুর্দান্ত। রিভার প্লেট ক্লাবে বড় স্টেডিয়াম, সুইমিং পুল, বাস্কেটবল কোর্ট সবই আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত