অগোছালো যুব গেমস

প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ধীরে ধীরে শেষ বাঁশির দিকে যাচ্ছে। কিন্তু যতটা আমেজ ছড়ানোর কথা ছিল, কিংবা উচিত ছিল, তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কেন্দ্রিক ১২টি খেলা হচ্ছে। কিন্তু কোথাও উৎসবের লেশ নেই। এর মধ্যেই চলছে পদক জয়ের দ্বৈরথ। শহীদ তাজউদ্দীন ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিসে তরুণ ও তরুণী দুই বিভাগের দলগত ইভেন্টের ফাইনাল ছিল। শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তরুণী দলগত ইভেন্টের ফাইনালে চট্টগ্রাম বিভাগ ৩-০ সেটে খুলনাকে হারিয়ে স্বর্নপদক জেতে। ব্রোঞ্জ জিতেছে রংপুর ও রাজশাহী। তরুণ বিভাগে স্বর্ণপদক জিতেছে রাজশাহী (নাফিস, জয়, সাগর)। ফাইনালে তারা ৩-১ সেটে চট্টগ্রামকে (আসিফ, প্রমিত, হাদি) হারায়। ব্রোঞ্জ জিতে খুলনা ও ঢাকা। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে কুস্তি ডিসিপ্লিনে প্রথম দিনে তিনটি স্বর্ইের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে দুটি খুলনা বিভাগ ও একটি জিতেছে রংপুর বিভাগ। তরুণদের ৮০ কেজি ওজন শ্রেণিতে খুলনার নাইম খন্দকার স্বর্ণ, চট্টগ্রাম বিভাগের মুসা বিন আবদুল্লাহ রৌপ্য এবং চট্টগ্রামের মাহমুদুর রহমান ও খুলনার সালমান খান ব্রোঞ্জ জিতে নেয়।  তরুণীদের ৬৫ কেজিতে খুলনা বিভাগের মোহনা খাতুন স্বর্ন, রাজশাহী বিভাগের জেসি আক্তার রৌপ্য ও খুলনার পিংকি বিশ্বাস ব্রোঞ্জ জিতে নেয়।  তরুণীদের ৫৩ কেজিতে রংপুর বিভাগের সুমাইয়া আক্তার স্বর্ন, চট্টগ্রামের উমেহা মারমা রৌপ্য ী রংপুরের অপর্না সরকার ও খুলনার সিংহা ঘটক ব্রোঞ্জ জিতেন। শুটিংয়ে স্বর্ণ জিতেছেন ঢাকার দুই শুটার খাজা আবদুল ওয়াহেদ ও মেহেজাবীন মেহেতাজ মাসুদ। শুটিং কমপ্লেক্সে তরুণ বিভাগের ১০ মিটার এয়ার পিস্তলে ২৬৩ পয়েন্টে স্বর্ণ, ২৫৭ পয়েন্টে ঢাকার আরেক শুটার রাজিউর রহমান রুমেল রুপা ও ২৫৪ পয়েন্টে ব্রোঞ্জ জেতেন রাজশাহীর হেদায়েতুর রহমান।