খেলা সিলেটে, ক্যাম্প সৌদি আরবে!

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ফিফার মার্চ উইন্ডোতে ব্রুনাই ও সিশেলসকে নিয়ে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টের জন্য জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ২৭ জনকে ক্যাম্পে ডেকেছেন। সেখানে নতুন মুখ তিন জন- আবাহনীর মিডফিল্ডার আলমগীর মোল্লা, ফর্টিস একাডেমির মিডফিল্ডার মজিবুর রহমান জনি ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর এলিটা কিংসলে আগেও জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে এখনও অভিষেক হয়নি তার। এবার তিন জাতি টুর্নামেন্টের দলেও রাখা হয়েছে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে। আগামী ২০ মার্চ সিলেটে শুরু হতে যাওয়া তিন জাতি ফুটবল টুর্নামেন্টের জন্য গতকাল প্রাথমিক দল ঘোষণা করেন স্প্যানিশ কোচ্। তিন জাতি টুর্নামেন্ট জুনের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভালো প্রস্তুতির উপলক্ষ হবে মনে করেন কাবরেরা।

প্রস্তুতির জন্য সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার ও শনিবার দুই ভাগে বিভক্ত হয়ে খেলোয়াড় ও কোচ, কর্মকর্তারা যাবেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। তিন নতুনকে নিয়ে সংবাদ সম্মেলনে আশাবাদ জানান কাবরেরা, ‘গোলরক্ষক হিসেবে শারীরিকভাবে শ্রাবণ পারফেক্ট, যদিও পরিপক্কতা আসতে তার সময় লাগবে। জিকো ও সোহেল তার চেয়ে বেশ সিনিয়র, কিন্তু সে লিগে ভালো করেছে, জাতীয় দলের প্রজেক্টের জন্য সে সম্ভাবনায়। জনিও চমৎকার, তরুণ, বয়সভিত্তিক সাফে সে ভালো করেছে। বাফুফের এলিট একাডেমিতে ছিল। ফর্টিসের হয়ে সে সবকিছু করেছে। সুশান্ত ত্রিপুরার চোটের কারণে আবাহনীর শুরুর একাদশে সুযোগ পেয়েছিল আলমগীর এবং সে সুযোগটা নষ্ট করেনি। আমরাও দেখতে চাই, সে জাতীয় দলকে কী দিতে পারে।’ ২০২০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলতে বাংলাদেশে এসেছিল সিশেলস। সেবার ফিলিস্তিনের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯৯তম দলটির বিপক্ষে প্রথম ও সবশেষ ২০২১ সালে শ্রীলঙ্কায় মহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে দেখা হয়েছিল বাংলাদেশের, ১-১ ড্র হয়েছিল ম্যাচটি। ফিফার বর্তমান র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম স্থানে রয়েছে। বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে ব্রুনাই।