মূল পর্বের স্বপ্ন মেয়েদের

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

গত বছর জুনে ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে দুটি প্রস্ততি ম্যাচ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। লাল-সবুজ মেয়েরা ৬-০ গোলে প্রথমটি জিতলেও পরেরটি ছিল গোলশূণ্য। তবে র‌্যাংঙ্কিয়ে এগিয়ে থাকা আসিয়ান দেশটির বিপক্ষে খেলা ম্যাচ দুটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারত ও নেপালের মতো দলের বিপক্ষে আধিপত্য বিস্তার করা জয় দিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে সাবিনা, সানজিদা, শামসুন্নাহাররা। আরেকটি বড় আসরের সামনে লাল-সবুজ মেয়েরা। তবে সিনিয়র জাতীয় দলের নয়, অনূর্ধ্ব-২০ দলের। যে দলটি গত মাসে ঘরের মাঠে মেয়েদের অনুর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ৮ থেকে ১২ মার্চ কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলা, এইচ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান ও মধ্যপ্রাচ্যের ইরান। কয়দিন আগে পাওয়া সাফল্যের সুর এএফসির আসরে টেনে নিতে কোচ গোলাম রব্বানী ছোটনের মতো আশাবাদী অধিনায়ক শামসুন্নাহারও।

বাংলাদেশ ১০ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের, দুইদিন পর ইরানের বিপক্ষে। আট গ্রুপের সেরা দল পাবে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে খেলার টিকেট। আগামী বছর মার্চে উজবেকিস্তানে হবে মূল পর্ব। যদিও বয়সভিত্তিক টুর্নামেন্ট, তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে তাকালেই স্পষ্ট ইরান (৬৮তম) ও তুর্কমেনিস্তান (১৩৭তম) এগিয়ে বাংলাদেশের (১৪০তম) চেয়ে। ছোটনও দুই প্রতিপক্ষকে শক্তিশালী মানছেন। কিন্তু নিজ দলের প্রতিও রাখছেন আস্থা, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর চার দিন রিকভারি করেছি। আকলিমা ও শামসুন্নাহার ওই প্রতিযোগিতায় চোট নিয়ে খেলেছিল, ওরা এখন পুরোপুরি সুস্থ। দুইজন খেলোয়াড়ের পরিবর্তন আছে, ইতি রানীর জায়গায় স্বর্ণা রানী ও আফরোজা আক্তারের জায়গায় তৃষ্ণা রানী ঢুকেছে। তুর্কমেনিস্তান ও ইরান শক্তিশালী, কিন্তু আমাদের মেয়েদের সাম্প্রতিক সময়ের যে পারফরম্যান্স আমরা জয়ের প্রত্যাশা করছি। সম্প্রতি আমাদের মেয়েরা সাফে ভালো ফুটবল খেলেছে, আমরা ভালো ফলের আশা করতেই পারি। দুইটা ম্যাচ জিতে আশা করি পরের রাউন্ডে যেতে পারব।’ অধিনায়ক হিসেবে সাফে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিলেন শামসুন্নাহার। এবার বাছাইয়ের প্রথম ধাপ পেরুনোর স্বপ্ন তার চোখে, ‘সাফে চ্যাম্পিয়নশিপের পর আমরা অনুশীলন করেছি। আমাদের চেষ্টা থাকবে দুই ম্যাচ জেতা। দুই দলই শক্তিশালী, কিন্তু আমরাও ফিটনেসের দিকে এগিয়ে আছি। দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করে, আমরা যেন পরের রাউন্ডে যেতে পারি।’