বাড়তি ‘ফিল্ডার’ শামীম

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড। মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগের দিন সন্ধ্যায় হুট করেই বাড়ানো হলো বাংলাদেশ দলের সদস্য। সংযুক্ত করা হলো মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেনকে। তাকে নেওয়ার পেছনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের ব্যাখ্যাটি চমকপ্রদ। একজনের চোট নিয়ে একটু দুর্ভাবনা থাকায় বাড়তি ফিল্ডার হিসেবে থাকবেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার!

আগ্রাসী এই মিডল অর্ডার ব্যাটসম্যান এখনও পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের হয়ে। বাদ পড়ে যাওয়ার পর এবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই তিনি ফেরেন বুধবার ঘোষিত দলে। পরদিনই তাকে যোগ করা হলো ওয়ানডে দলে, এবারই প্রথম সুযোগ পেলেন ওয়ানডে দলে। তাকে নিয়ে দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড এখন ১৫ জনের।

৫০ ওভারের সংস্করণের ঘরোয়া আসর গত ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালো ছিল না পারফরম্যান্স।