ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশকে সুইমিংপুল দেবে বিশ্ব সাঁতারের সভাপতির

বাংলাদেশকে সুইমিংপুল দেবে বিশ্ব সাঁতারের সভাপতির

শেখ কামাল যুব গেমস উপলক্ষ্যে বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনের দুই সভাপতি। বিশ্ব সাঁতার ফেডারেশনের সভাপতি হুসেইন আল মুসাল্লেম বাংলাদেশের সাতারের উন্নয়নের জন্য সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দিয়েছেন। তার বরাত দিয়ে বাংলাদেশ একটি সুইমিংপুলও পেতে যাচ্ছে বলে জানিয়েছে দেশের সাঁতার ফেডারেশন। গতকাল নৌবাহিনীর সুইমিংপুলে যুব গেমসে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশ্ব সাতারের সর্বোচ্চ ব্যক্তি। এ সময় তিনি বাংলাদেশের সাঁতারু, কোচ ও প্রশাসক তিন ক্ষেত্রেই সহায়তা করার আশ্বাস দিয়েছেন, ‘সাঁতারুদের উন্নত প্রশিক্ষণ প্রয়োজন, তেমনি প্রশিক্ষণ প্রয়োজন কোচণ্ডপ্রশাসকদেরও। বাংলাদেশকে তিন ক্ষেত্রেই সহায়তা করা হবে।’

মুসাল্লেমের মাধ্যমে বাংলাদেশ সাঁতার ফেডারেশন একটি সুইমিংপুল পেতে যাচ্ছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, ‘আন্তর্জাতিক অনেক ইভেন্ট এখন ২৫ মিটার পুলে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ২৫ মিটার পুল নেই। তিনি (মুসাল্লেম) মিরপুরে আমাদের সুইমিং কমপ্লেক্সেই একটি ২৫ মিটার পুল করে দেয়ার আশ্বাস দিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে জায়গা বুঝে পেলে এক বছরের মধ্যেই নতুন পুল স্থাপন করে দেবে বিশ্ব সাঁতার ফেডারেশন।’

সাঁতার ফেডারেশনের পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কর্মকান্ডেরও ভূয়সী প্রশংসা করেছেন মুসাল্লেম। তিনি বলছেন, ‘যুব অলিম্পিক ও এশিয়ান ইয়ুথ গেমসের আলোকে বাংলাদেশ এমন আয়োজন করছে। সৈয়দ শাহেদ রেজার (বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব) সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তার আমন্ত্রণে এখানে এসে আমার দারুণ লাগছে।’

শুধু খেলাধুলা-ই নয়, জীবন বাঁচানোর অন্যতম অংশও সাঁতার। তাই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাতারের প্রশিক্ষক প্রদানের ব্যাপারেও সহায়তা করার ইচ্ছে রয়েছে বিশ্ব সাঁতার ফেডারেশনের সভাপতির। এই বিষয়ে সাঁতার ফেডারেশন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে বলে জানা গেছে। হুসেইন আল মুসাল্লেম গত বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান। এরপর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারশেনের সভাপতির সঙ্গে সাক্ষাৎক করেন তিনি। গতকাল শুক্রবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুসাল্লেম। পরবর্তীতে গতকাল সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত