ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আর্জেন্টিনা যাওয়া অনিশ্চিত জামালের

আর্জেন্টিনা যাওয়া অনিশ্চিত জামালের

ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে অধিনায়ক জামাল ভূঁইয়ার আজ রাতে সৌদি আরব যাওয়ার কথা। এরই মধ্যে বাফুফে থেকে অন্যদের সঙ্গে টিকিটও নিশ্চিত করা হয়েছে। তবে জামাল সৌদি আরবে যাওয়ার আগে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োতে খেলাটা নিশ্চিত করতে চাইছেন। জামাল বলেন, ‘এখনও আমার আর্জেন্টিনার ক্লাবে খেলার বিষয়ে কোনও ছাড়পত্র পাইনি। শেখ রাসেল ক্লাবকে চিঠি দিয়ে রেখেছি। ওরা না করেছে। তারপরও আশা ছাড়ছি না। এখন সৌদি আরবের প্রস্তুতি পর্বের বিষয়টি মাথায় আছে। আমার ফ্লাইট তো এক দিন পরে। তার আগে আর্জেন্টিনার বিষয়টি চূড়ান্ত করতে চাইছি।’

গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ যা, তার আর্জেন্টিনায় খেলার বাস্তব সম্ভাবনা দেখা যাচ্ছে না। জামাল দৌড়ঝাঁপ করছেন নিজ ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র থেকে অনুমতি নিতে। কিন্তু অনুমতি পাননি। ফলে ম্যারাডোনার দেশের ক্লাবে খেলার পথে বড় বাধা রয়ে গেছে বাংলাদেশ অধিনায়কের সামনে। দু’দিন আগে তিনি দেখা করেন শেখ রাসেল ক্লাবের অর্থ ও ফুটবল দল দেখাশোনার দায়িত্ব থাকা পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিনের সঙ্গে। কিন্তু তাতে কাজ হয়নি। জামালের ভাষ্য অনুযায়ী, ক্লাব তাকে ছাড়তে রাজি নয়। মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, ‘জামাল মৌখিকভাবে বলেছে, সে আর্জেন্টিনার একটি ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছে। যেতে যে চায়, সেটা বলেনি। কোনো চিঠিও দেয়নি। চিঠি দিলে আমরা সেটা ক্লাবের ওপর মহলে পাঠাতাম। ওপর মহল থেকেই সিদ্ধান্তটা আসবে। কিন্তু কোনো চিঠি না দিলে তো আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না তাকে।’ চিঠি দিলেও যে চুক্তি থাকা অবস্থায় জামাল ভূঁইয়াকে ছেড়ে দেবে শেখ রাসেল, এমন আভাস নেই; বরং আভাস আছে না ছাড়ারই। মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, ‘চলতি মৌসুমের শেষ পর্যন্ত জামালের সঙ্গে আমাদের চুক্তি আছে (জুলাইয়ে লিগ শেষ হওয়ার কথা)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত