কিংস অ্যারেনায় ফ্লাডলাইটে ফুটবল

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

মোহামেডান-আবাহনী ঘরোয়া ক্রীড়াঙ্গনে দেশের প্রধান দুই ক্লাব। পেশাদার যুগের শুরু থেকে প্রিমিয়ার লিগ খেললেও বাইলজের শর্ত অনুযায়ী নিজেদের মাঠে খেলা আয়োজন করতে পারছে না কেউ-ই। প্রতি মৌসুমে তাদের ভেন্যু পরিবর্তন হয়। অথচ ২০১৮-১৯ মৌসুমে দেশের শীর্ষ ফুটবলে অভিষেক হওয়ার পর গত বছর থেকেই নিজেদের মাঠে খেলা আয়োজন করে আসছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের গড়া বসুন্ধরা কিংস অ্যারেনায় সংযোজন হতে যাচ্ছে ফ্লাডলাইট। গতকাল থেকে কিংস অ্যারেনায় আন্তর্জাতিক মানের ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হয়েছে। গতকাল কিংস অ্যারেনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর পরই আনুষ্ঠানিকভাবে ফ্লাডলাইট স্থাপন কাজের উদ্বোধন করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। মাঠের চার পাশে চারটি টাওয়ার বসানো হবে, গতকাল একটি টাওয়ার স্থাপনের মধ্যদিয়ে কাজের শুভ যাত্রা করা হয়েছে। আমরাই প্রথম নিজেদের মাঠে পেশাদার লিগের ম্যাচ আয়োজন করঁিছ। নিজেদের মাঠে ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হওয়ায় খুশি ইমরুল হাসান জানান, ‘নিজেদের মাঠে ফ্লাডলাইট বসতে যাচ্ছে, এর কাজ টাওয়ার স্থাপনের মাধ্যমে শুরু হয়েছে, আমরা খুবই আনন্দিত ও অভিভূত। দিনটির জন্য আমাদের অনেক দিনের অপেক্ষা ছিল। আমি মনে করি এটা শুধু আমাদের না, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য ইতিহাসের অংশ হয়ে থাকবে। কারণ বেসরকারি উদ্যোগে নিজেদের মাঠ ও ফ্লাডলাইট স্থাপনা বাংলাদেশে প্রথম।’

ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী ফ্লাডলাইট স্থাপন করা হচ্ছে বলে জানান কিংস সভাপতি, ‘ফিফা ও এএফসির গাইড লাইন আছে ফ্লাডলাইটের বিষয়ে। আমরা সেই গাইড লাইন মেনে ফ্লাড লাইটের স্থাপন করেছি। এ ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক ম্যাচ চালাতে পারবো। পাশাপাশি এই ফ্লাডলাইট ব্রড কাস্টিংয়েরে জন্যেও সুবিধা হবে।’

আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে সাধারণত ১২০০ লাক্সের ফ্লাডলাইট স্থাপন করা হয়। কিংস অ্যারেনায় ‘এ’ ক্যাটাগরির এইচডি মানের ২৫০০ লাক্সের ফ্লাডলাইট বসানো হচ্ছে। ফ্লাডলাইট স্থাপনের দায়িত্বে আছেন বসুন্ধরা গ্রুপের ইলেকট্রনিক বিভাগের প্রধান প্রকৌশলী লক্ষণ কুমার দে। সবমিলিয়ে চারটি টাওয়ারে ফ্লাডলাইট থাকবে ২৮০টি।