ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এমবাপের রেকর্ড মেসিরও গোল

এমবাপের রেকর্ড মেসিরও গোল

নঁতকে ৪-২ গোলে হারিয়ে লিগ ওয়ানে আবার জয়ের ধারায় ফিরেছে প্যারিস সেইন্ট জর্মেইন (পিএসজি)। তাতে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল পিএসজি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে নঁত আছে ১৩ নম্বরে। এক ম্যাচ কম খেলা অলিম্পিক মার্শেই (৫২) আছে দুইয়ে। ক্রিস্তফ গালতিয়ের দলকে শুরুতেই এগিয়ে দেন লিওনেল মেসি। চলতি লিগে আর্জেন্টাইন তারকার এটি ত্রয়োদশ গোল। ম্যাচের শেষ দিকে জালের দেখা পান কিলিয়ান এমবাপে। শেষ গোলটা হয়তো হয়ে থাকবে সবচেয়ে স্মরণীয়! নঁতের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের ম্যাচে যে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমে আগে থেকে লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতা তিনি; ২২ ম্যাচে করেছেন ১৮ গোল। পিএসজির জার্সিতে সব টুর্নামেন্ট মিলিয়ে এটি তার ২০১তম গোল। ২০০ গোল নিয়ে এত দিন চূড়ায় ছিলেন এডিনসন কাভানি। গত মাসের শেষ সপ্তাহে মার্শেইয়ের বিপক্ষে জোড়া গোল করে কাভানিকে ছুঁয়েছিলেন বিশ্বকাপ জয়ী তারকা। এবার এককভাবে বসলেন চূড়ায়।

নঁতের বিপক্ষে কঠিন হয়ে পড়া লড়াইয়ে শেষ দিকে এমবাপের ইতিহাস গড়া গোলেই জয় নিশ্চিত হয় পিএসজির। একই সঙ্গে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও গড়েন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত