ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘বার্সেলোনা এখনই চ্যাম্পিয়ন হয়নি’

‘বার্সেলোনা এখনই চ্যাম্পিয়ন হয়নি’

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়হীন রিয়াল মাদ্রিদ। লিগে শহর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্রয়ের পর কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে হারে তারা। বাকি আছে আর ১৪ ম্যাচ, ৯ পয়েন্টের লিড নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ফলে স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শক্ত অবস্থানে আছে তারা। তবে তাদের টপকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এখনই শেষ হয়ে গেছে বলে মনে করেন না রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। রোববার রাতে লা লিগায় প্রতিপক্ষের মাঠে হতাশ করেছে আসরের শিরোপাধারী রিয়াল। সুযোগ নষ্টের মহড়া দিয়ে রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। প্রথমার্ধের মলিন দশা ঝেড়ে ফেলে দ্বিতীয়ার্ধে পূর্ণ পয়েন্ট আদায়ের জোরালো সম্ভাবনা ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত