ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফলো-অন ও জাকেরের লড়াই

ফলো-অন ও জাকেরের লড়াই

অফ স্টাম্পের অনেক বাইরের লেংথ বল, হতে পারত ওয়াইডও। জেন্টল মিডিয়াম পেসের সেই নিরীহ ডেলিভারি কাট করতে গিয়ে স্টাম্পে টেনে আনলেন জাকের আলি। বোলার এনামুল হক ফেটে পড়লেন খ্যাপাটে উল্লাসে! ওই ওভারেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এনামুলকে দারুণ ছক্কা মেরেছিলেন জাকের। কিপিং গ্লাভস ছেড়ে বোলিংয়ে আসা ক্রিকেটার বুনো উদযাপনে মেতে উঠলেন দ্রুতই শোধ তুলতে পেরে!

ওই উইকেটে ত্বরান্বিত হলো মধ্যাঞ্চলের ফলো-অনের পথও। দক্ষিণাঞ্চলের সামনে মূল বাধা হয়ে ছিলেন যে জাকেরই! কক্সবাজারে বিসিএলের ফাইনালে গতকাল সোমবার ফিফটি করে তার বিদায়ের একটু পর মধ্যাঞ্চলের ইনিংস গুটিয়ে যায় ২৩০ রানেই। ফলো-অনে পড়ার পরও তারা স্বস্তিতে নেই। ৫ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর শেষ পর্যন্ত তারা তৃতীয় দিন শেষ করে ৩ উইকেটে ৬৪ রানে। ইনিংস হার এড়াতে এখনও ২০৬ রান প্রয়োজন মধ্যাঞ্চলের। অতি নাটকীয় কিছু না হলে তাই শিরোপা জিততে চলেছে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চল আগের দিন ৫০০ রানে ইনিংস ঘোষণার পর মধ্যাঞ্চল দিন শেষ করে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান তুলে। এক পর্যায়ে ৯২ রানে ৬ উইকেট হারিয়ে তখন ধুঁকছে মধ্যাঞ্চল। জাকের আলির লড়াই সেখান থেকেই। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা কিপার-ব্যাটসম্যান আগলে রাখেন এক প্রান্ত। ফলো-অনে পড়ে ব্যাটিংয়ে নেমে আবার বিপর্যয়ে পড়ে মধ্যাঞ্চল। ৬ ওভার শেষে মধ্যাঞ্চলের রান ৩ উইকেটে ৫!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত