ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এবার মুনের পদত্যাগ

এবার মুনের পদত্যাগ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেছেন আরিফ হোসেন মুন। জাতীয় দলের সাবেক অধিনায়ক সোমবার বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন, কারণ উল্লেখ করেছেন ব্যক্তিগত কারণেই তার পক্ষে ফেডারেশনের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও সব স্থায়ী কমিটি থেকে সরে যাচ্ছেন। পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে ১৯৯৩ সাফ গেমসে জাতীয় ফুটবল দলের অধিনায়ক ফেইসবুকে অ্যাকাউন্টে লিখেছেন, ২০২০ সালে বাফুফের কমিটিতে নির্বাচিত হয়ে কাজ করতে পারেননি। সেই হতাশা থেকে এই সিদ্ধান্ত। বলেছেন, ফুটবল ফেডারেশনের নির্বাচনে প্রচুর টাকা খরচ করতে হয়, সেটি কারও অজানা নয়। কিন্তু আমি গর্বিত এ কারণে যে কোনো নির্বাচনে মনোনয়নপত্রটিও নিজের টাকায় কিনতে হয়নি। ফুটবলের উন্নয়নের স্বার্থে সম্মানিত কাউন্সিলররা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছিলেন, সেটি পূরণ করতে পারিনি। এই কারণেই সরে যাওয়া। তবে যত দিন সুযোগ থাকবে, আমার প্রিয় নীলফামারী জেলার ফুটবল উন্নয়নে কাজ করে যাব।’ ২০১৬ সালে ফেডারেশন থেকে পদত্যাগ পত্র দিয়েছিলেন তৎকালীন নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ আসলাম, কিন্তু সেটি গৃহীত হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত