ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রথম জয়ের খোঁজ

প্রথম জয়ের খোঁজ

টেস্টে জিতেছে, ওয়ানডেতে এসেছে, রইল বাকি টি-টোয়েন্টি। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে প্রথম জয়ের স্বাদ পাওয়ার পালা। অবশ্য এর আগে টি-টোয়েন্টিতে মাত্র একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। সেটি ২০২১ বিশ্বকাপে। তবে প্রথম দেখার মুহূর্ত অবশ্য ভুলে যেতে চাইবে বাংলাদেশ, সেবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাট করে মাত্র ১২৪ রান করে, ৩৫ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড।

এমন ম্যাচ না ভুলেও কি উপায় আছে? অবাক করা হলেও সত্য প্রায় দেড় যুগ ধরে টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই প্রথম কোনো সিরিজ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। এর আগে ১০ টেস্ট খেলে ১ জয় আর ১৯ ওয়ানডে খেলে ৫টি জয় পেয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ। বাকি দুই ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায় ১২ ও ১৪ মার্চ। টি-টোয়েন্টিতে দু’দলের তফাৎ আকাশ-পাতাল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড; ২০২২ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ট্রফি ঘরে তোলে জস বাটলারের দল। অন্যদিকে এই সংস্করণে খেলতে নামলেই বাংলাদেশ যেন খেই হারিয়ে ফেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত