ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৩৮ বছর পর প্রথম বিভাগ হকিতে ঊষা

৩৮ বছর পর প্রথম বিভাগ হকিতে ঊষা

২০২১ সালে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগে অংশ না নেয়ায় প্রথম বিভাগে অবনমন হয়েছে উষা ক্রীড়াচক্রের। দেশের হকির ঐতিহ্যবাহী দলটি প্রিমিয়ার লিগে ফিরতে এবার মরিয়া। তাই ভালো মানের বিদেশি আনার চেষ্টা করতে চান বলে গতকাল জানান পুরান ঢাকার ক্লাবটির সাধারণ সম্পাদক রশিদ শিকদার; তিনি যখন কথাগুলো বলছিলেন তার চেহারায় ফুটে উঠেছিল হতাশা। কারণ ৩৮ বছর পর ফের প্রথম বিভাগ হকি লিগে খেলছে বরাবরই প্রিমিয়ার লিগে খেলে থাকা এই ক্লাবটি। সবশেষ ১৯৮৪ সালে প্রথম বিভাগে খেলে সর্বোচ্চ আসরে উঠেছিল তারা। কিন্তু ২০১৮ সালের প্রিমিয়ারে না খেলার বড় মাশুল গুনতে হচ্ছে তাদের। দলবদলের তারিখকে কেন্দ্র করে ওই মৌসুমে আর খেলেনি ঊষা। যার প্রেক্ষিতে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছিল দলটিকে। শনিবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম বিভাগ হকি লিগে খেলা ১২টি দলের অন্যতম এক সময়ে প্রিমিয়ার হকিতে চ্যাম্পিয়ন হওয়া উষা ক্রীড়া চক্র। লিগের অন্য দলগুলো হলো- ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লুডি, ব্যাচেলর এসসি, কম্বাইন্ড এসসি, রেলওয়ে এসসি, শিশু কিশোর সংঘ, মুক্ত বিহঙ্গ, ফরাশগঞ্জ এসসি, শান্তিনগর এসসি ও রায়েরবাজার এসসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত