ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপে ময়মনসিংহ চ্যাম্পিয়ন

শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপে ময়মনসিংহ চ্যাম্পিয়ন

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৫ বালক) নবম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ বিভাগ। মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে হারায় রংপুর বিভাগকে। জয়ী দলের গোল দুটি করে নিরব ও মাসুম বিল্লাহ। চ্যাম্পিয়ন দলের মাসুম বিল্লাহ ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, মাকসুদুল আলম সেরা গোলরক্ষক এবং রংপুর বিভাগের মিহেল হোসেন দিপুন সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। পরে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মুহম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ। প্রতিযোগিতা থেকে প্রতিভাবান ৪৮ জন খেলোয়াড়কে বাছাই করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি রাশেদ আহম্মেদ, দিপক দন্দ্র নাথ ও শেখ আশরাফ হোসেন। বাছাইকৃত প্রতিভাবান এই খেলোয়াড়দের উন্নত আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করবে ক্রীড়া পরিদপ্তর। এছাড়া প্রতিভাবান এই খেলোয়াড় ও প্রতি বিভাগ থেকে বাছাইকৃত ছয়জন অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলারদের নিয়ে ১০ থেকে ১২ মার্চ কক্সবাজারে অনুষ্ঠিত হবে শেখ রাসেল বিচ ফুটবল টুর্নামেন্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত