ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অশ্বিনের বিশ্বরেকর্ড

অশ্বিনের বিশ্বরেকর্ড

ড্র করলেও সিরিজ ভারতের, অস্ট্রেলিয়া জিতলে সিরিজে সমতা। আহমেদাবাদে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে তাই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে অজিরা। ভারতের বিপক্ষে প্রায় দু’দিন ব্যাটিং করেছে তারা। ওপেনার উসমান খাজা ও লোয়ার মিডল অর্ডার ব্যাটার ক্যামেরুন গ্রিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তুলেছে ৪৮০ রান! দ্বিতীয় দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ভারত দৃঢ়তা দেখিয়েছে, কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৩৬ রান। ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা ১৭ ও শুভমন গিল ১৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।

অস্ট্রেলিয়া ১৭০ রানে ৪ উইকেট হারানোর পরে মিডলে ব্যাট করতে নামা ক্যামেরুন গ্রিনকে নিয়ে ২০৮ রানের জুটি গড়েন ওপেনার উসমান খাজা। গ্রিন ১১৪ রান করে ফিরে যাওয়ার অন্য প্রান্ত আগলে ছিলেন উসমান খাজা। তবে ডাবল সেঞ্চুরির আশা দেখিয়ে শেষ পর্যন্ত পারেননি বাঁ-হাতি এই পাকিস্তানি বংশো™ূ¢ত ওপেনার, আউট হন ১৮০ রানে। রবিচন্দন অশ্বিন দারুণ বোলিং করেছেন, ৪৭.২ ওভার হাত ঘুরিয়ে ৯১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। এই ৬ উইকেট পাওয়ায় ঘরের মাঠে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার কীর্তি এখন অশ্বিনের, আগে যা ছিল কুম্বলের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত