ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশকে আতিথ্য দেবে ইংল্যান্ড

বাংলাদেশকে আতিথ্য দেবে ইংল্যান্ড

ইংল্যান্ড সিরিজের পরেই আইরিশদের বিপক্ষে সিরিজ খেলতে নামবে টাইগাররা। এর আগে নতুন সুখবর দিচ্ছে বিসিবি এবং ইংলিশ বোর্ড। ২০১০ সালে পর থ্রি লায়ন্সদের মাটিতে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ। সেই ইংলিশরা এবার আতিথ্য দিবে তামিমণ্ডসাকিবদের। সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের আগে কোনও এক সূচিতে হবে এই সিরিজ জানায় ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।

এদিকে বাংলাদেশ সফরে দলের সঙ্গে এসেছে ইসিবি চেয়ারম্যান রিচার্ড থমসন। ওয়ানডে সিরিজ চলাকালীন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। এমনটায় জানায় ডেইলি মেইলের এক প্রতিবেদনে। এছাড়া প্রতিবেদনটিতে জানায়, আলোচনাতেই দুই বোর্ডের মাঝে সিরিজ আয়োজন নিয়ে কথা হয়েছে। সেখানে ২০২৭ সালের আগে কোনো সময়ে বাংলাদেশকে আতিথ্য দেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি, যদিও আলোচনার পর্যায়ে রয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও নিশ্চিত করে গণমাধ্যমে জানান, ‘ওয়ানডে সিরিজ চলাকালীন দুই বোর্ডের আলোচনা এটি নিয়ে হয়েছে তবে এখনও কিছুই চূড়ান্ত নয়।’ ইসিবিও জানায়, ‘সব ঠিক থাকলে ২০২৭ সালের আগে যে কোনো এক সময় ইংল্যান্ড সফরে যেতে পারে বাংলাদেশ। দুই বোর্ডের মাঝে এ নিয়ে আলোচনা চলছে।’ ইংলিশ বিভিন্ন গণমাধ্যম জানায়, ২০২৩ থেকে ২০২৭ সালের মাঝে অস্ট্রেলিয়া ও ভারত একাধিকবার ইংল্যান্ড সফর করবে। এই সিরিজগুলোর মাঝেই কোনো এক ফাকে বাংলাদেশ সিরিজ অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় আছে ইসিবি। ২০২৫-২৭ এফটিপিতেও ইংল্যান্ডের একটি বাংলাদেশ সফর রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত