ওহুদের বিপক্ষে ‘যাচাই’ করার ম্যাচ

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আগামী ২২ মার্চ সিলেটে ব্রুনাই দারুস সালাম ও সিশেলসকে নিয়ে তিন জাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলকে যে ছকে খেলাতে চান, সৌদি আরবে পৌঁছানোর পর জামাল-সোহেলদের সেটা বুঝিয়ে দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। শিষ্যরা তা কতটুকু রপ্ত করল, কতটুকু ফাঁকফোকর রয়ে গেল, এবার তা পরখ করে নেয়ার পালা। ওহুদের বিপক্ষে ম্যাচের দিকে তাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ তাকিয়ে আছেন অধীর আগ্রহ নিয়ে। সৌদি আরবের প্রথম বিভাগের দল ওহুদের বিপক্ষে আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন জাতি টুর্নামেন্ট সামনে রেখে সৌদিতে ক্যাম্প করার পাশাপাশি এ ম্যাচগুলো খেলছে দল।

গত চার দিন ধরে কখনও মাঝমাঠ, কখনও আক্রমণভাগ নিয়ে কাজ করার কথা বাফুফের মাধ্যমে ভিডিও বার্তায় জানান কাবরেরা। ওহুদ ম্যাচ সামনে রেখে শুক্রবার জানালেন, দলের বর্তমান অবস্থান দেখাই মূল লক্ষ্য তার, ‘ মার্চের তিন জাতি টুর্নামেন্টে আমরা যে কৌশলে খেলতে চাই, তা বুঝে নেয়ার জন্য যথেষ্ট ভালো সময় পাচ্ছি। আমরা ভাগ্যবান যে, ওহুদ এফসির বিপক্ষে আগামীকাল একটা প্রস্তুতি ম্যাচ খেলার এবং আমরা এ মুহূর্তে কোন অবস্থায় আছি, সেটা পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছি। এ ম্যাচের পর আমরা অনুশীলন ও এ ম্যাচে যে ফাঁকফোকর বেরিয়ে আসবে, সেটা ঠিক করে নেয়ার জন্য কয়েকটা দিন সময় পাব। এরপর মালাবির বিপক্ষে খেলব। দুটি ম্যাচই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এ মুহূর্তে কোথায় আছি, ছেলেরা কৌশল কতটা বুঝল, সেটা জানার সুযোগ হবে এবং এসব অবশ্যই আসন্ন তিন জাতি টুর্নামেন্টের বড় ম্যাচের প্রস্তুতির সুযোগ আমাদের জন্য।’ অধিনায়ক জামাল ভূঁইয়াও জানিয়েছেন, এ ক’দিনে রপ্ত করা বিদ্যা মাঠে প্রয়োগ করতে মুখিয়ে আছে তার দল, ‘আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ ওহুদের বিপক্ষে। ক’দিন ধরে আমরা এখানে অনুশীলন করছি। এখানকার অনুশীলন মাঠ, হোটেল, সবকিছু ভালো। দলের সবাই প্রথম ম্যাচ নিয়ে শিহরিত। আগামীকালের ম্যাচের জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ, এ ম্যাচে আমরা ভালো ফল পাব।’