ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হোয়াইটওয়াশড উইন্ডিজ

হোয়াইটওয়াশড উইন্ডিজ

চতুর্থ দিন কেবল ১ রান যোগ করতে পারলেন টেম্বা বাভুমা। তবে লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট অবদানে ওয়েস্ট ইন্ডিজকে তার দল দিল প্রায় চারশ রানের লক্ষ্য। রান তাড়ায় ভীষণ বাজে শুরুর পর টেস্টে নিজেদের সর্বনিম্ন রানে অল আউটের শঙ্কায় পড়ল ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত সেটা এড়াতে পারলেও বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশড হলো ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। জোহানেসবার্গে ২৮৪ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৩৯১ রানের লক্ষ্য দিয়ে তারা মাত্র ১০৬ রানে ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে দিয়েছে।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে লাঞ্চের আগে ঘণ্টাখানেক ব্যাটিংয়ের সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। এই সময়ে ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ওই ৬ উইকেটের দুটি করে নেন পেসার কাগিসো রাবাদা, দুই স্পিনার কেশভ মহারাজ ও সাইমন হার্মার। সফরকারীদের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল অধিনায়ক ব্র্যাথওয়েট ছুঁতে পারেন দুই অঙ্ক। তিনিই ফেরেন সবার আগে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত