ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গিল-কোহলির ব্যাটে ভারতের জবাব

গিল-কোহলির ব্যাটে ভারতের জবাব

বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতক পেয়েছিলেন শুভমান গিল। এরপর চার ইনিংসে সর্বোচ্চ ২১ রানের বেশি যেতে পারেননি। তবে এবার হাসল তার ব্যাট। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার করা ৪৮০ রানের জবাব ভারত দিচ্ছে গিলের ব্যাট দিয়ে। ২৩ বছর বয়সী তরুণ তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। তার সঙ্গে ফিফটি পেয়েছেন বিরাট কোহলি। তাতে শনিবার তৃতীয় দিন শেষে ভারতের রান ৩ উইকেটে ২৮৯। এখনো তারা ১৯১ রানে পিছিয়ে। গিল ১২৮ রানে ফিরেছেন ড্রেসিংরুমে। কোহলি অপরাজিত ৫৯ রানে। তার সঙ্গে ১৬ রান নিয়ে আছেন রবীন্দ্র জাদেজা। স্কোরবোর্ডে ৩৬ রান নিয়ে রোহিত শর্মা ও গিল দিনের খেলা শুরু করেছিলেন। প্রাণবন্ত ব্যাটিংয়ে গিল এগিয়ে গেলেও রোহিত রান পেতে ধুঁকছিলেন। সুযোগটি কাজে লাগিয়ে অসি বোলাররা ভারতের অধিনায়ককে ফেরায়। স্পিনার ম্যাথু খুনেমানের বলে লাবুশানের হাতে রোহিত ক্যাচ দেন ৩৫ রানে। দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পুজারাকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন গিল। এ সময় শতক তুলে নেন ডানহাতি ওপেনার। ১৯৪ বলে পাওয়া শতকটি ১০ চার ও ১ ছক্কায় সাজানো ছিল। তবে আরেক প্রান্তে পূজারা ছুঁতে পারেননি মাইলফলক। ফিফটি থেকে ৮ রান দূরে থাকতে মুরপির বলে এলবিডব্লিউ হন। এরপর চতুর্থ উইকেটে গিল ও কোহলি দ্রুত ৫৮ রান তুলে নেন। শতকের পর নিজের ইনিংস বড় করার পথে ছিলেন গিল। কিন্তু তাকে ১২৮ রানে থামিয়ে দেন অভিজ্ঞ স্পিনার লায়ন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত