ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোহলির দুঃখ

কোহলির দুঃখ

সাড়ে তিন বছর পর টেস্টে পেয়েছেন তিন অঙ্কের দেখা, সেটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করার খুব কাছে ছিলেন বিরাট কোহলি। আকসার প্যাটেলের সঙ্গে যখন ব্যাটিং করছিলেন তখন মনে হয়েছিল সময়ের ব্যাপারই মাত্র। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। তবে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দিয়েছেন ঠিকই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিন শেষে ৮৮ রানে এগিয়ে আছে ভারত। আগের দিনের ৩ উইকেটে ২৮৯ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে ভারত। শেষ দিকে ১৬ রানের ব্যবধানে শেষ চারটি উইকেট হারালে গুটিয়ে যায় ভারত। নিজেদের প্রথম ইনিংসে ৫৭১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৯১ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৩ রান তুলে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৩ ও ম্যাথিউ কুনেমান ০ রানে উইকেটে আছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত