ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শঙ্কা উড়িয়ে জয়ে শুরু

শঙ্কা উড়িয়ে জয়ে শুরু

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট ঘিরে খেলার ভেন্যু ভলিবল স্টেডিয়াম বর্ণিল ঢংয়ে সেজেছে। জাঁকজমকপূর্ণ উদ্বোধনের পর ম্যাচও হয়েছে। গ্যালারি ভর্তি দর্শকরা শুরু থেকে ছিলেন মাঠে। শুরু থেকে শেষ পর্যন্ত তারা লাল-সবুজ দলকে উৎসাহ দিয়ে গেছেন। সমর্থকদেরও হতাশ করেনি বাংলাদেশ। ১২ দেশের টুর্নামেন্টে পোল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছে স্বাগতিকরা, প্রথম ম্যাচ জিতেছে ৫০-২২ পয়েন্টে। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ড ভয় ধরিয়ে দিয়েছিল, বাংলাদেশ শুরুতে ৪-৩ পয়েন্টে এগিয়ে থাকলেও একটা সময় পোল্যান্ড লিড নেয় ১১-৪ পয়েন্টে! এরপর মূলত ঘুরে দাঁড়িয়ে তুহিন তরফদার-সবুজ মিয়ারা ম্যাচে ফিরে আসতে সময় নেননি। একপর্যায়ে কুলিং ব্রেকে যাওয়ার আগে ১৭-১৪ পয়েন্টে লিডে থাকে বাংলাদেশ। ১৮-১৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া স্বাগতিকরা পরের অর্থে দুর্বার। এই অর্ধে প্রতিপক্ষ দলকে তেমন কোনো সুযোগই দেয়নি। অনায়াসে একের পর এক পয়েন্ট নিতে থাকে। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে সাজুরাম গয়াতের শিষ্যরা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার। বাংলাদেশ আজ আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচসেরা তুহিন জানান, ‘জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরেছি। সামনের দিকেও এমন পারফরম্যান্স করে দেখাতে চাই। তবে শুরুর ম্যাচে পোল্যান্ড আমাদের ভয় ধরিয়ে দিয়েছিল। ওরা যে প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছে, তা খেলা দেখে বুঝলাম। আমাদের দলে ৬ জন নতুন খেলোয়াড়ের অভিষেক হয়েছে। তাই কিছুটা নার্ভাস থাকলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। বড় ব্যবধানে ম্যাচ জিতেছি।’ আর্জেন্টিনার বিপক্ষে ২০১৬ বিশ্বকাপে অনায়াসে জিতেছিল বাংলাদেশ। তবে এবার সতর্ক তুহিন, ‘আমার কাছে মনে হয় আর্জেন্টিনা বাংলাদেশকে ভোগাবে। ওদের সবশেষ খেলার ভিডিও দেখেছি। ওরা উন্নতি করেছে। তবে আমরা আমাদের টেকনিক দিয়ে ম্যাচে ভালো খেলার চেষ্টা করবো। জয় নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য আমাদের।’এর আগে কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দলগুলোর অংশগ্রহণে এই টুর্নামেন্ট যে অন্যরকম মর্যাদা পেয়েছে তা বক্তব্যে তুলে ধরেন, কাবাডি ফেডারেশনের কর্মকর্তাদের ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘আমাদের আবহমান বাংলার গ্রামীণ একটি খেলাকে যে সফলভাবে আন্তর্জাতিকীকরণ করতে পেরেছি এজন্য কাবাডির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, এবং কাবাডির ফেডারেশনের অতীত ও বর্তমান কর্মকর্তারা নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন।’ প্রধানমন্ত্রীর প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার খেলাধুলার ওপর জোর দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খেলাধুলা ভালোবাসেন, নিজে খেলা দেখেন, একজন উৎসাহী দর্শকের মতো উনি খেলা দেখেন। আমাদের খেলোয়াড়রা যখন কোনও সাফল্য পান তখন উদ্দীপ্ত হন; তার চেয়েও বেশি খুশি ও উদ্দীপ্ত হন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। সরকারের গত ১৪ বছরের খতিয়ান দেখুন, দেখতে পাবেন যে প্রত্যেকটি খেলাতে আমরা গত ১৪ বছর ধরে সাফল্য পেয়ে আসছি। সেটি ফুটবল, ক্রিকেট বা কাবাডি বলুন। গত বছর বঙ্গবন্ধু কাপ কাবাডিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সবক্ষেত্রে আমরা সাফল্য দেখিয়ে চলেছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই।’ দলগুলোকে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগের পাশাপাশি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ঘুরে দেখার আমন্ত্রণ জানান। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বক্তব্য দেন। আরেক ম্যাচে গত দুইবারের রানার্সআপ কেনিয়াকে ৪৫-৪০ পয়েন্টে হারিয়ে চমক দিয়েছে চাইনিজ তাইপে। আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছে ইরাক।

বাংলাদেশ ৫০ : ২২ পোল্যান্ড

চীনা তাইপে ৪৫ : ৪০ কেনিয়া

আর্জেটিনা ২৮ : ৫৬ ইরাক

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত