ফুটবলে নারী ফ্র্যাঞ্চাইজি লিগ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ক্রিকেট-হকির পর এবার ফুটবলেও ফ্র্যাঞ্চাইজি জগতে পা রাখতে যাচ্ছে। যদিও বছর দশেক আগে বাংলাদেশ সুপার লিগ নামে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে সাইফ পাওয়ারটেক স্পোর্টস লিমিটেডের সাথে ৫ বছরের চুক্তিও করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), টাকাও পেয়েছিল প্রতিষ্ঠানটির কাছ থেকে। কিন্তু ফেডারেশনের সভাপতি পদে প্রার্থী হওয়া নিয়ে অভ্যন্তরীণ সংকটের কারণে সাইফ পাওয়ারটেকের সাথে চুক্তি বাতিল করে বাফুফে।

প্রায় একযুগ পর আবার ফ্র্যাঞ্চাইজি ফুটবল আয়োজন নিয়ে মাঠে নেমেছে বাফুফে, মহিলা সুপার লিগের (ডব্লিউএসএল) স্বত্বও বিক্রি করে দেয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ আগামী মে মাসে আয়োজনের ঘোষণা দিয়েছে স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান কে-স্পোর্টস ও বাফুফে। গতকাল স্থানীয় পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে লিগের লোগোও উন্মোচিত হয়েছে। প্রস্তাবিত লিগের নানা দিক তুলে ধরেন কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম। ৫ থেকে ছয়টি দল নিয়ে সিলেটে এই লিগ শুরু হয়ে শেষ চার ম্যাচ ঢাকায় আয়োজিত হবে। দেশি ও বিদেশি ফুটবলারদের অংশগ্রহণের এ আসরে নারীদের কোচিংয়ে আগ্রহী করে তুলতে সবগুলো দলের সহকারী কোচ স্থানীয় নারীদের রাখার সুযোগ করে দেয়া হয়েছে। ইউরোপ ও এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন অন্তত তিনজন খেলোয়াড় এই লিগে খেলবেন।