ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আফগান বিপক্ষে যুবাদের হার

আফগান বিপক্ষে যুবাদের হার

বোলাররা ব্যর্থ হলেন আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানদের আটকে রাখতে। ব্যাটসম্যানরা পারলেন না বড় চ্যালেঞ্জের শক্ত জবাব দিতে। ব্যাটিং-বোলিংয়ের ব্যর্থতায় সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম ম্যাচে আফগান যুবাদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আবুধাবির টলেরেন্স ওভালে সোমবার দুই ম্যাচ সিরিজের প্রথম যুব ওয়ানডেতে ১৫৮ রানে জিতেছে আফগানিস্তান। ২৭১ রান তাড়ায় বাংলাদেশ ২৬.৫ ওভারে গুটিয়ে গেছে স্রেফ ১১৩ রানে। এই জয়ে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশকে পেছনে ফেলল আফগানিস্তান। যুব ওয়ানডেতে এত দিন দুই দলের জয় ছিল সমান ৫টি করে। একই মাঠে আগামীকাল দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৮ মার্চ শুরু হবে ওই সিরিজের খেলা। জয়ে বড় অবদান রাখার পথে দারুণ কীর্তি গড়েন সোহাইল খান জুরমাতি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত