সিরিজ হারে ইংল্যান্ডেই সমালোচনা

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, খুব বেশি দিন হয়নি। বাংলাদেশে সে জস বাটলারের দল ওয়ানডে সিরিজও জিতেছিল। কিন্তু যে টি-টোয়েন্টিতে সম্ভবত বাংলাদেশের বড় দুর্বলতার জায়গা, সেখানেই তাদের কাছে প্রথম দুই ম্যাচে হেরে গেল ইংল্যান্ড। সিরিজ হারের পর নাসের হুসেইনের মতো সাবেকরা সরাসরি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশকে কি খাটো করে দেখেছে ইংল্যান্ড? তবে সংবাদ সম্মেলনে অভিযোগটা উড়িয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

বাংলাদেশকে খাটো করা দেখার প্রসঙ্গটি আসলে এসেছে ইংল্যান্ডের দল নির্বাচনের জন্য। এই সিরিজের জন্য মাত্র ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। মূল দল ছিল ১৫ সদস্যের। কিন্তু চোটের জন্য দুই ব্যাটসম্যান টম আবেল ও উইল জ্যাকস ছিটকে পড়েন। এর মধ্যে জ্যাকস বাংলাদেশে ওয়ানডেও খেলেছিলেন, কিন্তু পরে চোট পান। তবে বাটলার এই দুজনের জায়গায় কোনো বদলি ব্যাটসম্যান ডাকেননি। ১৩ জনের ইংলিশ স্কোয়াডে ছিল অলরাউন্ডার ও বোলারদের ছড়াছড়ি। এমনিতে টেস্ট দলে থাকার জন্য বাংলাদেশ সফরের দলে ছিলেন না বেন স্টোকস, হ্যারি ব্রুকরা। অ্যালেক্স হেলসের মতো কেউ বাংলাদেশে না এসে খেলেছে পিএসএল। সেজন্য দলে ব্যাটসম্যানের অভাব ছিল ইংল্যান্ডের। ফলে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ হার যেন হজম হচ্ছে না নাসের হোসেইনের। ছোট স্কোয়াড নিয়ে সিরিজ খেলে ফেলা, বিশেষ করে ব্যাটসম্যান কম রাখার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। সাবেক ইংল্যান্ড অধিনায়কের মতে, বাংলাদেশে যেভাবে তীব্রতা নিয়ে খেলেছে, ইংল্যান্ডের খেলাটার প্রতি একই সম্মান দেখানো উচিত ছিল। ঠাসা সূচি, টানা খেলা। ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে খেলোয়াড়দের জড়িয়ে পড়া মিলিয়ে এখন সবগুলো আন্তর্জাতিক সিরিজ সমান তাড়না নিয়ে খেলে না বড় দলগুলো। ঘুরিয়ে ফিরিয়ে খেলোয়াড় দিয়ে কাজ সেরে ফেলার একটা মানসিকতা প্রবল। বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ ঠিকঠাক পার করলেও টি-টোয়েন্টি সিরিজে বিপাকে পড়েছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে তাদের। গত রোববার বাংলাদেশের বিপক্ষে ১১৭ রানে গুটিয়ে ৪ উইকেটে ম্যাচ হেরেছে তারা। এর আগে চট্টগ্রামে দলটি সাকিব আল হাসানদের কাছে হারে ৬ উইকেটে।